Advertisement
Advertisement
Tipu Sultan

‘উনি আমাদের দেশের গর্ব’, টিপু সুলতানের প্রশংসায় পঞ্চমুখ কর্ণাটকের বিজেপি নেতা

এর জেরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে।

Tipu Sultan is the son of this soil: BJP’s H Vishwanath
Published by: Soumya Mukherjee
  • Posted:August 27, 2020 8:11 pm
  • Updated:August 27, 2020 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের উলটো পথে হেঁটে টিপু সুলতানের ভূয়সী প্রশংসা করলেন কর্ণাটক বিধান পরিষদের সদস্য ও বিজেপি নেতা এএইচ বিশ্বনাথ (A.H. Vishwanath)। এর জেরে প্রবল বিতর্ক তৈরি হয়েছে দলের অন্দরে। এই মন্তব্যকে ওই নেতার ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করা হলেও উত্তেজনা কমছে না।

ঘটনাটির সূত্রপাত হয় বুধবার। রাজ্যের পাঠ্যবইগুলি থেকে টিপু সুলতান (Tipu Sultan) -এর অধ্যায় বাদ দেওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা এএইচ বিশ্বনাথের মতামত জানতে চান সাংবাদিকরা। এর জবাবে মাইসুরুর প্রাক্তন শাসক টিপু সুলতানের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ। বলেন, ‘শিশুদের টিপু সুলতান ও মহাত্মা গান্ধীর মতো মানুষদের জীবন ও কর্মকাণ্ড সম্পর্কে পড়ানো উচিত। এর ফলে তারা দেশের প্রতি গর্ব অনুভব করবে। টিপু কোনও দল, সম্প্রদায় বা ধর্মের লোক নয়। তিনি এই মাটির সন্তান।’

[আরও পড়ুন: গুগলে বিষ্ণুর একাদশ অবতার সার্চ করলেই আসছে মোদির নাম! ব্যাপারটা কী? ]

তাঁর এই মন্তব্যের কথা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়ে কর্ণাটক বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা যেখানে টিপু সুলতানের অস্তিত্ব রাজ্যের মানুষের মন থেকে মুছে ফেলতে চাইছেন সেখানে দলের এক নেতা এই ধরনের মন্তব্য কী করে করলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তাই বৃহস্পতিবার বিশ্বনাথের মন্তব্যের তীব্র বিরোধিতা করে টিপু সুলতানকে ধর্মান্ধ শাসক বলে তোপ দাগেন রাজ্য বিজেপির মুখপাত্র ক্যাপ্টেন গণেশ কার্নিক।

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বিশ্বনাথের ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। কারণ আজও বিজেপি মনে করে যে টিপু সুলতান একজন ধর্মান্ধ ও অত্যাচারী শাসক ছিলেন। যিনি রাজ্যে ইসলামিক শাসন প্রতিষ্ঠার জন্য হাজার হাজার হিন্দু ও অনেক খ্রিশ্চানকে হত্যা করেছিলেন।’

[আরও পড়ুন: সেপ্টেম্বরে মায়ানমার সফরে যাচ্ছেন ভারতের বিদেশসচিব ও সেনাপ্রধান, চিন্তায় বেজিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement