Advertisement
Advertisement

Breaking News

টিপু জয়ন্তী ঘিরে উত্তপ্ত কর্ণাটক, অনুষ্ঠান বাতিল মুখ্যমন্ত্রীর

বিক্ষোভে পথে বিজেপি৷

 Tipu Sultan birth anniversary row
Published by: Tanujit Das
  • Posted:November 10, 2018 1:38 pm
  • Updated:November 10, 2018 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরের চরম বিরোধের মুখে পড়ে বাধ্য হয়েই পিছু হটলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷ প্রথমে সবুজ সংকেত দিলেও, বিতর্কে রাশ টানতে টিপু সুলতান জয়ন্তী পালনের অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন জেডিএস নেতা৷ যদিও তাঁর দপ্তর সূত্রে জানান হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে উক্ত অনুষ্ঠানে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে টিপু সুলতানের জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণের এই রাজ্য৷ বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছে গেরুয়া শিবিরের সমর্থকরা৷ পরিস্থিতি সামাল দিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে শহর৷

[ভারতরত্ন দেওয়া হোক মুখ্যমন্ত্রীকে, দাবিতে সরব তৃণমূল সাংসদ]

Advertisement

 

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জায়গায় বনধ পালন করছে গেরুয়া শিবির ও টিপু বিরোধী সংগঠনগুলি। মাদিকেরিতে ডেপুটি কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি সমর্থকরা৷ সেখানে সরকার বিরোধী স্লোগান দেন তাঁরা৷ পাশাপাশি, সুলতানের জন্ম জয়ন্তী পালন করে টিপুর সমর্থনকারী বেশ কয়েকটি সংগঠন৷ রাজ্যের বিভিন্ন স্থানে মিছিল বের করেন তাঁরা৷ দীর্ঘ কয়েক বছর ধরেই টিপু জয়ন্তী পালনের বিরোধিতা করে আসছে বিজেপি৷ তাঁদের অভিযোগ, টিপু ধর্মান্ধ ছিলেন৷ শাসনকালে নির্বিচারে মন্দির ধ্বংস করেছেন তিনি এবং নৃশংস ভাবে হিন্দুদের হত্যা করেছেন৷ ফলে এমন ব্যক্তিকে স্মরণ করার চরম বিরোধিতা করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷

[উপত্যকায় ফের সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, উদ্ধার অস্ত্রশস্ত্র]

গত সপ্তাহেই টিপুর জন্মজয়ন্তী পালনের নির্দেশ দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ এরপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়ে পড়তে থাকে৷ মুখ্যমন্ত্রীর এই নির্দেশের বিরোধিতায় সুর চড়ায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ এই সমালোচনার মুখে পরে অবশেষ সাফাই দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, “কাউকে অনুষ্ঠান পালন করার বা না পালন করার আলাদা কোনও নির্দেশ দেওয়া হয়নি৷ যেহেতু এই দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের বসবাস৷ তাই  কে, কোন অনুষ্ঠান পালন করবে সেটা প্রত্যেকের নিজস্ব ব্যাপার৷ কারও কোনও অনুষ্ঠান পালনের ইচ্ছা না হলে তিনি পালন করবেন না৷” উল্লেখ্য, বিরোধী আসনে থাকাকালীন টিপু জন্মজয়ন্তী পালনের চরম বিরোধী ছিলেন কুমারস্বামী৷ এই নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার বিরোধিতাও করেন তিনি৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় আসর পরই ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছেন জেডিএস নেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ কংগ্রেসের সুরে সুর মিলিয়ে এবার সরাসরি জন্মজয়ন্তী পালনের নির্দেশ দেন তিনি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement