ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদ জানিয়ে এবার জাতীয় রাজনীতির আঙিনায় ঝড় তুলতে চলছে তৃণমূল৷ কেন্দ্রীয় সরকারের ঘুম ভাঙাতে তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল৷ ইতিমধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আর্জিও জানিয়ে সময় চাওয়া হয়েছে৷ রায়সিনা হিল থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই নিহতদের পরিবারের সদস্যদের দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে খবর৷
আজ, রবিবার সকালে ‘বাঙালি নিধনে’র প্রতিবাদ জানাতে অসমের তিনসুকিয়ায় যান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর ও বিধায়ক মহুয়া মৈত্র৷ ঢোলায় নিহত পাঁচ বাঙালির পরিবারের লোকেদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের প্রতিনিধিরা৷ কথা বলেন এলাকার অন্য বাঙালি পরিবারগুলির সঙ্গেও৷ প্রয়োজনে তাঁদের আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দেওয়া হয় তৃণমূলের তরফে৷ অসমের তিনসুকিয়া গণহত্যায় নিহতদের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়৷ এদিন তৃণমূলের প্রতিনিধিদের নাগালে পেয়ে অসমের বিজেপি সরকারের উপর ক্ষোভ উগড়ে দেন স্বজনহারানো পরিবারের সদস্যরা৷ দাবি তোলেন সিবিআই তদন্তের৷
[বিদেশি সাহায্যেই তৈরি ‘স্ট্যাচু অফ ইউনিটি’! দাবি ব্রিটিশ মিডিয়ার]
বৃহস্পতিবার তিনসুকিয়ার ঢোলা ব্রহ্মপুত্র নদের চরে দাঁড় করিয়ে গুলি করে খুন করা হয় ৫ জন বাঙালি যুবককে৷ শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়৷ তিনসুকিয়া গণহত্যার প্রতিবাদে পথে নামে শাসকদল তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার রাজ্যে ধিক্কার মিছিল বের করে তারা৷ ঘটনায় সিবিআই তদন্তই শুধু নয়, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের পদত্যাগের দাবিও তুলেছে তৃণমূল৷ বাঙালি হত্যার বিরুদ্ধে আন্দোলনে বাম ও কংগ্রেসও৷ ‘কালা দিবস’-এর ডাক দিয়েছে কংগ্রেসও৷ অসমে ক্ষুব্ধ বাঙালিদের ডাকা ২৪ ঘণ্টা বনধেও প্রভাব পড়েছে৷ অসম ইস্যুতে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক তখনই তিনসুকিয়ায় জঙ্গিদের গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে তৃণমূল রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছে। লোকসভা ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়াতেই এই সিদ্ধান্ত, মত পর্যবেক্ষক মহলের একাংশের৷
[স্কুলের শৌচাগারে পড়ে ব্যবহৃত স্যানিটারি প্যাড, ছাত্রীদের নগ্ন করে তল্লাশি শিক্ষিকার]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.