সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া ইংরেজি নিউজ চ্যানেল রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী ও সাংবাদিক প্রেমা শ্রীদেবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল বেনেট, কোলম্যান অ্যান্ড কো: লিমিটেড (বিসিসিএল)৷ কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মুম্বইয়ের আজাদ ময়দান পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৮, ৩৭৯, ৪০৩, ৪০৫-সহ অন্যান্য ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সূত্রের খবর৷
কিন্তু কী অভিযোগ উঠেছে অর্ণব ও তাঁর চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে? সূত্রের খবর, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে চুরি, বিশ্বাসভঙ্গ, সম্পত্তি নয়ছয় ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ তাঁদের বিরুদ্ধে অভিযোগ, বিসিসিএল-এর স্বত্ব চুরি করে রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হয়েছে৷ গত ৬ ও ৮ মে বিসিসিএল-এর স্বত্ব অন্যায়ভাবে রিপাবলিক টিভিতে দেখানো হয়েছে বলে অভিযোগ৷
অর্ণব নিজে এর আগে টাইমস নেটওয়ার্কের ইংরাজি নিউজ চ্যানেল টাইমস নাও-এর এডিটর-ইন-চিফ ছিলেন৷ গত ৬ মে তিনি নিজের চ্যানেল রিপাবলিক টিভি লঞ্চ করেন৷ ওই চ্যানেলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে কুখ্যাত অপরাধী শাহাবুদ্দিনের কথোপকথনের একটি অডিও টেপ ফাঁস করা হয়৷ এর পর ৮ মে আর একটি অডিও টেপ রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হয়৷ সেখানে চ্যানেলটির রিপোর্টার শ্রীদেবীর সঙ্গে প্রয়াত সুনন্দা পুষ্করের কথোপকথন শোনা যায়৷ অভিযোগ, ওই দু’টি অডিও টেপই টাইমস-এর সম্পত্তি৷ বিসিসিএল-এর অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে, ওই দু’টি অডিও টেপই শ্রীদেবী ও অর্ণব, টাইমস-এ চাকরি করার সময় হাতে পেয়েছিলেন৷ বিসিসিএল সূত্রে নিশ্চিত করা হয়েছে, অর্ণব গোস্বামী ও শ্রীদেবীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.