Advertisement
Advertisement

Breaking News

BJP SP UP

উত্তরপ্রদেশে এই মুহূর্তে কে এগিয়ে, কে পিছিয়ে? কী বলছে সমীক্ষা?

কোন দল কত ভোট পেতে পারে?

TIMES NOW-CVoter Poll Tracker: 43.1% people favour BJP and 29.6% lean towards SP in UP | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 17, 2021 2:52 pm
  • Updated:July 17, 2021 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাস সাতেক । তারপরই বেজে যাবে উত্তরপ্রদেশ বিধানসভা (Uttar Pradesh Assembly) নির্বাচনের ডঙ্কা। রাজনৈতিক মহলে এখন থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে চব্বিশের লোকসভার সেমিফাইনাল নিয়ে। দেশের সবচেয়ে বড় রাজ্যে কার পাল্লা ভারী? যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপির? অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির? মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির? নাকি প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের?

সদ্য শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে যোগীর BJP-কে সমানে সমানে টক্কর দিয়েছে অখিলেশের সপা। যদিও, বোর্ড গঠনের ক্ষেত্রে বিজেপির অর্থ ও প্রশাসনিক ক্ষমতার কাছে হার মানতে হয়েছে সমাজবাদী পার্টিকে (Samajwadi Party)। বিধানসভার আগে তাল ঠুকছে তারা। মায়াবতী সেভাবে প্রচারে না থাকলেও দলিত এবং মুসলিমদের মধ্যে তাঁর জনপ্রিয়তা আছে। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে লড়াই করার চেষ্টা করছে কংগ্রেসও (Congress)। কিন্তু এসবের মধ্যে এখনও উত্তরপ্রদেশে সবচেয়ে জনপ্রিয় দল বিজেপিই। অন্তত TIMES NOW-C-Voter-এর করা সমীক্ষা সেকথাই বলছে।

Advertisement

[আরও পড়ুন: প্রতিবাদ-বিক্ষোভই সার, অব্যাহাত জ্বালানির মূল্যবৃ্দ্ধি, কলকাতায় Petrol Price ১০২ টাকা পার]

TIMES NOW-C-Voter ট্র্যাকার অনুযায়ী উত্তরপ্রদেশের ৪৩.১ শতাংশ মানুষ এখনও বিজেপিকে সমর্থন করছেন। দ্বিতীয় স্থানে আছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ২৯.৬ শতাংশ মানুষ ভরসা রাখছে সমাজবাদী পার্টির উপর। প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দুটি দলের মধ্যে ভোটের পার্থক্য প্রায় ১৪ শতাংশ। অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন হলে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারে গেরুয়া শিবির। তৃতীয় স্থানে রয়েছে মায়াবতীর (Mayawati) বহুজন সমাজ পার্টি। একসময় উত্তরপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম দলটির উপর ভরসা রাখছেন মাত্র ১০.১ শতাংশ মানুষ। ৮.১ শতাংশ মানুষ এখনও ভরসা রাখছেন কংগ্রেসের উপর।

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে Corona আক্রান্ত ৩৮ হাজার, তৃতীয় ঢেউয়ে ১ লক্ষ ছাড়াবে দৈনিক সংক্রমণ!]

মুখ্যমন্ত্রী পদেও ৪২.২ শতাংশ উত্তরপ্রদেশবাসীর প্রথম পছন্দ যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। অখিলেশ যাদবকে মুখ্যমন্ত্রী পদে চাইছেন ৩২.২ শতাংশ মানুষ। মায়াবতীকে মুখ্যমন্ত্রী দেখতে চান ১৭ শতাংশ মানুষ। প্রিয়াঙ্কা গান্ধীর জনপ্রিয়তা মাত্র ২.৯ শতাংশ। অর্থাৎ, এই মুহূর্তে সবদিক থেকেই বিরোধী শিবিরের চেয়ে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement