Advertisement
Advertisement
Arvind Kejriwal

মার্চে গ্রেপ্তার, সেপ্টেম্বরে মুক্তি, একনজরে কেজরির কারাবাস

আবগারি মামলায় ইডি এবং সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরি।

Timeline of Arvind Kejriwal arrest and bail

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 13, 2024 1:33 pm
  • Updated:September 13, 2024 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবগারি দুর্নীতি মামলায় অবশেষে জেলমুক্তি। ৬ মাস কারাবন্দি থাকার পরে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর পরে একাধিকবার ইডির সমন এড়িয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত তাঁর বাড়ি থেকেই কেজরিকে গ্রেপ্তার করে ইডি। নিম্ন আদালতে জামিন পাওয়ার পরেও ইডি-সিবিআইয়ের ‘অতিসক্রিয়তা’য় জেল থেকে বেরতে পারেননি কেজরি। অবশেষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন আপ সুপ্রিমো, হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিনকয়েক আগে।

ক্যালেন্ডার বলছে, চলতি বছরের মার্চে গ্রেপ্তার হয়ে সেপ্টেম্বরে মুক্তি পেলেন কেজরি। গত অক্টোবরে আবগারি মামলায় কেজরিকে প্রথম সমন পাঠায় ইডি। তবে সেই সমন অনুযায়ী হাজিরা দেননি। তার পরে ২০২৩ নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ইডির ৯টি সমন এড়ান কেজরি। অবশেষে চলতি বছরের ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। পরে ইডি হেফাজত থেকে তিহাড় জেলে পাঠানো হয় তাঁকে। জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। একাধিকবার খারিজ হয়ে যায় তাঁর আবেদন।

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের থেকে উন্নয়নে পিছিয়ে, জম্মুর ক্ষোভই কাঁটা পদ্মশিবিরের]

শেষ পর্যন্ত গত ১০ মে কেজরির ২১ দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচনে প্রচারের জন্য জামিন পান আপ সুপ্রিমো। তবে সেই জামিনের মেয়াদ ফুরনোর আগেই ১ জুন ফের অন্তর্বর্তী জামিন চেয়ে দিল্লির আদালতে আবেদন করেন কেজরি। তবে খারিজ হয়ে যায় সেই আবেদন। ২ জুন জামিনের মেয়াদ শেষে জেলে আত্মসমর্পণ করেন কেজরি। তার পরে পাকাপাকিভাবে জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী। গত ২০ জুন দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত কেজরির জামিন মঞ্জুর করে।

কিন্তু নিম্ন আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। ২১ জুন ইডির আবেদন মেনে জামিনে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। তার পরেই ২৬ জুন তিহাড় জেলে গিয়ে কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই। তার পরে ১২ জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান কেজরি। কিন্তু জেল থেকে বেরতে পারেননি। অবশেষে শুক্রবার সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কেজরি। দ্রুতই জেল থেকে বেরবেন তিনি, আশা আপ সমর্থকদের।

[আরও পড়ুন: ‘ইফতার আর কারও বাড়ির গণেশ পুজো এক নয়’, মোদি-চন্দ্রচূড় বিতর্কে নয়া তির কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement