ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএমে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আসতে পারে। বাড়তে পারে গ্রাহকদের ঝঞ্ঝাট। ব্যাংক জালিয়াতি রুখতে কী কী করা প্রয়োজন, তা নির্ধারণের জন্য সম্প্রতি একটি সমীক্ষা করে দিল্লি স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। সমীক্ষার পর ওই কমিটি বেশ কয়েকটি নয়া নিয়মের সুপারিশ করেছে। সেই সুপারিশগুলির মধ্যে অন্যতম একটি সুপারিশ হল, এটিএম থেকে টাকা তোলার সময়ের ব্যবধান বাড়ানো। ওই কমিটির সুপারিশ, একবার টাকা তোলার পর একজন গ্রাহক ৬-১২ ঘণ্টার মধ্যে আর টাকা তুলতে পারবেন না।
দিল্লি, মহারাষ্ট্র থেকে শুরু করে বাংলা পর্যন্ত। গত একবছরে গোটা দেশে কয়েক হাজার ব্যাংক জালিয়াতি বা প্রতারণার মামলা দায়ের হয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্যাংকগুলি। মোট ১৮টি ব্যাংকের কর্তাদের সঙ্গে আলোচনার পর দিল্লি স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি জানিয়েছে, ব্যাংক জালিয়াতির একটি অন্যতম কারণ হল এটিএম থেকে ঘনঘন টাকা তোলা। ওই কমিটি বলছে, দু’বার টাকা তোলার মাঝখানের ব্যবধান অন্তত ৬-১২ ঘণ্টা হওয়া উচিত। শুধু তাই নয়, আরও বেশ কয়েকটি নিয়ম সুপারিশ করছে কমিটি। তাঁরা বলছে, এটিএমে টাকা তোলার ক্ষেত্রেও এবার থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড চালু করা হোক। ওটিপি চালু হলে, এটিএম জালিয়াতি এক ধাক্কায় অনেকটা কমে যাবে বলে দাবি ওই সংস্থার। যদিও, ওটিপি চালুর এই পদ্ধতি বেশ জটিল এবং খরচসাপেক্ষ হতে পারে। মুখ ঢাকা হেলমেট পরে এটিএমে ঢুকলে আর টাকা তোলা যাবে না। সেক্ষেত্রে গ্রাহককে হেলমেট খুলতে হবে। এখন এই পদ্ধতি সীমিত সংখ্যক এটিএমে চালু আছে। আগামীতে সব এটিএমেই এই পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে।
এই সুপারিশগুলি অবশ্য এখনও কার্যকর করার বিষয়ে কোনও পদক্ষেপ হয়নি। তবে, ব্যাংকগুলি এ বিষয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। এই সুপারিশগুলি কার্যকর হলে গ্রাহকদের ঝঞ্ঝাট যে বাড়বে তা বলাই বাহুল্য। এটিএম থেকে যারা পরপর টাকা তোলেন তাঁরা সমস্যায় পড়বেন। অনেক সময়ই সমস্যায় পড়লে একদিনে দু’বার দু’বার টাকা তোলার প্রয়োজন হয়। তাছাড়া একবারে বেশি টাকা তুলতে হলেও দু’বারে এটিএম থেকে টাকা তুলতে হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.