সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূর হয়েছে গ্রামের মানুষের দীর্ঘদিনের অসুবিধা৷ কেন্দ্রের ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের আওতায় গ্রামে গড়ে উঠেছে একাধিক ঝকঝকে শৌচালয়৷ যেখানে প্রত্যেকদিন শৌচকর্ম সারেন গ্রামবাসীরা৷ কিন্তু একি! শৌচালয়ের দেওয়ালে যে টাইলস লাগানো রয়েছে তাতে আঁকা রয়েছে মহাত্মা গান্ধী ও অশোক চক্রের ছবি৷ সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ছবি ধরা পড়েছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের ইচ্ছাওয়ারি গ্রামের একাধিক সরকারি শৌচালয়ে৷ যা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ ঘটনার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চতর কর্তৃপক্ষ৷
[ আরও পড়ুন: শালিমার এক্সপ্রেসে মিলল প্যাকেটবন্দি বিস্ফোরক, মুম্বইয়ে ব্যাপক চাঞ্চল্য]
স্থানীয় সরকারি দপ্তর সূত্রে খবর, ইচ্ছাওয়ারি গ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের আওতায় সর্বমোট ৫০৮টি শৌচালয় তৈরি হয়েছে৷ যার মধ্যে ১৩টি শৌচালয়ে এমন টাইলস ব্যবহার করা হয়েছে, যাতে ‘জাতীর জনক’ এবং অশোক চক্রের ছবি আঁকা রয়েছে৷ জানা গিয়েছে, এই লজ্জাজনক ঘটনা দেখেও সেখানেই এতদিন শৌচকর্ম সারছিলেন সাধারণ মানুষ৷ চুপ ছিলেন প্রশাসনের আধিকারিকরাও৷ কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই টনক নড়ে উচ্চতর কর্তৃপক্ষের৷ ইচ্ছাওয়ারি গ্রাম ও তৎসংলগ্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের দায়িত্বে থাকা এক আধিকারিককে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পঞ্চায়েত রাজ আধিকারিক অমরজিৎ সিং৷ তবে এমন ঘটনা কীভাবে প্রশাসনের আধিকারিকদের নজর এড়িয়ে গেল, সেই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
[ আরও পড়ুন: ‘রাস্তায় বসে নমাজ পড়লে নেওয়া হবে ব্যবস্থা’, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি সাংসদ ]
উল্লেখ্য, ২০১৮-তে এমনই একটা ঘটনা নজরে আসে মধ্যপ্রদেশে৷ যেখানে অভিযোগ ওঠে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মিত বাড়িগুলিতে নরেন্দ্র মোদি এবং মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি আঁকা টাইলস ব্যবহারের৷ এরপরই, নির্দিষ্ট ওই বাড়িগুলি থেকে সমস্ত টাইলস খুলে দেওয়ার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ হাই কোর্ট৷
Tiles with images of Mahatma Gandhi & the national emblem found plastered on the walls of the toilets made under Swachh Bharat Mission in Bulandshahr’s Ichhawari village. pic.twitter.com/sB0fkuq9UG
— ANI UP (@ANINewsUP) June 5, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.