Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh Tiger Death

ছত্তিশগড়ের জাতীয় উদ্যান থেকে উদ্ধার বাঘের দেহ, বিষ খাইয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার ৩

কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল বাঘটি।

Tiger found dead at Chhattisgarh national park, three arrested | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:June 7, 2022 3:19 pm
  • Updated:June 7, 2022 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল বাঘটি। সেই অপরাধের খেসারত দিতে হল বাঘটিকে। বিষ মিশিয়ে বাঘটিকে হত্যা করা হল। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্কে। ইতিমধ্যেই বিষ মেশানোর অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি মোষকে মেরেছিল ওই বাঘটি। স্বভাবমতোই শিকার করা মোষ ফেলে রেখে চলে গিয়েছিল সে। তখনই মৃত মোষের গায়ে বিষ মাখিয়ে দেওয়া হয়। পরে মোষের মাংস খেতে ফিরে আসে বাঘটি। বিষ মেশানো মাংস খেয়েই বাঘটির (Tiger Death) মৃত্যু হয়। ছত্তিশগড় বন সংরক্ষণ বিভাগের প্রধান নরসিং রাও পিভি জানিয়েছেন, “মৃত বাঘটি প্রাপ্ত বয়স্ক। তার বয়স আট বছর। সম্ভবত রবিবার বিষাক্ত মাংস খেয়েছিল বাঘটি। সোমবার তার মৃতদেহ পাওয়া যায়।” জানা গিয়েছে, মধ্য প্রদেশের একটি টাইগার রিজার্ভ থেকে চলে এসেছিল বাঘটি। 

Advertisement

[আরও পড়ুন: মহাত্মা গান্ধীর খুনি গডসের নামে রাস্তা কর্ণাটকে, খবর চাউর হতেই ফলক সরাল প্রশাসন]

বাঘের মৃতদেহ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বন দপ্তর। তখনই জানা যায়, পার্শ্ববর্তী গ্রামের একটি গৃহপালিত মোষের শিকার করেছিল বাঘটি। তখন থেকেই সন্দেহের তালিকায় ধরা হয় গ্রামবাসীদের। জেরা করা হয় দু’জন সন্দেহভাজনকে। তবে সেই সময়ে বাঘের মৃত্যুর কারণ অজানা ছিল বনকর্মীদের। অনুমান করেছিলেন বিষক্রিয়া থেকেই মৃত্যু হয়েছে বাঘটির। পরে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যে বিষ মেশানো খাবার থেকেই মৃত্যু হয়েছে বাঘটির।

এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন পশুপ্রেমীরা। মিতু গুপ্তা নামে এক পশুপ্রেমী জানিয়েছেন, গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ককে টাইগার রিজার্ভ (Tiger Reserve) করার নির্দেশ দিয়েছে ছত্তিশগড় সরকার। কিন্তু বন দপ্তরের গাফিলতিতে সেই কাজ থমকে রয়েছে। বনকর্মীরাও এই বিষয়ে উদাসীন। সেই কারণেই ক্ষতিগ্রস্থ হচ্ছে পশুরা।”  

[আরও পড়ুন: উপনির্বাচনে অখিলেশকে সমর্থন কংগ্রেসের, বিজেপি বিরোধিতায় মমতার পথে সোনিয়ারা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement