Advertisement
Advertisement

Breaking News

Tej Pratap

‘ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড’, পুলিশকর্মীকে ‘হুমকি’ লালুপুত্রের, ‘জঙ্গলরাজ’ মনে করাল বিজেপি

হোলিতে নাচার জন্য পুলিশকর্মীকে চাপ, বিতর্কে লালুর ছেলে।

'Thumka lagao' or get suspended: Tej Pratap's order to cop on Holi sparks row
Published by: Subhajit Mandal
  • Posted:March 15, 2025 6:17 pm
  • Updated:March 15, 2025 6:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। এবার হোলির অনুষ্ঠানে পুলিশকর্মীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। দলীয় দপ্তরে আয়োজিত হোলিতে নাচার জন্য পুলিশকর্মীকে চাপ দিলেন তিনি। নাচতে না চাইলে সাসপেন্ড করে দেওয়ার হুমকিও দিলেন তেজপ্রতাপ।

সোশাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও-তে দেখা যাচ্ছে, মঞ্চে বসে তেজপ্রতাপ এক পুলিশকর্মীকে বলছেন, “আমি এবার একটা গান বাজাব। তুমি ঠুমকা লাগাও। আর যদি না লাগাও তাহলে ফল ভুগতে হবে।” যদিও পরক্ষণেই তেজপ্রতাপ রসিকতার সুরে বলেন, “বুরা না মানো হোলি হ্যায়।” অর্থাৎ হোলির দিন কিছু মনে করবেন না। কিন্তু তেজপ্রতাপের ওই ‘নির্দেশ’ পেয়ে বেশ অস্বস্তিতে পড়ে যান পুলিশকর্মী। খানিক অপ্রস্তুতভাবে কোমর দোলাতেও দেখা যায় তাঁকে।

Advertisement

তেজপ্রতাপের ওই আচরণ নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে রাজনৈতিক মহলেও। একযোগে তেজপ্রতাপের ‘যুবরাজ সুলভ’ আচরণের নিন্দা করছে জেডিইউ ও বিজেপি। জেডিইউ মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলছেন, “জঙ্গলরাজ শেষ হয়েছে কিন্তু লালুর যুবরাজ প্রকাশ্যে পুলিশকর্মীকে হুমকি দিচ্ছেন। বিহার বদলে গিয়েছে, লালু যাদব হোক, তেজপ্রতাপ যাদব হোক বা তেজস্বী যাদব এসব যেই করুক আর মেনে নেওয়া হবে না।” বিজেপির শাহজাদ পুনাওয়ালা বলছেন, “যেমন বাবা তেমন ছেলে। বাবা বিহারে জঙ্গলরাজ শুরু করেছিলেন। আর ছেলে ক্ষমতায় না থেকেও এভাবে হুমকির রাজনীতি করছেন।”

লালুপ্রসাদ যাদবের হোলি একসময় রাজনৈতিক মহলে বিখ্যাত ছিল। বলা হয়, হোলির দিন নিজের মধ্যে থাকতেন না লালু। জামা ছেঁড়া থেকে শুরু করে চরস-ভাঙ সবকিছুরই নাকি বন্দোবস্ত থাকত লালুর ‘কুর্তাফাঁড় হোলি’তে। তবে দীর্ঘদিন ওই কুর্তাফাঁড় হোলি খেলেও কোনওকালে বিতর্কে জড়াননি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর বড় ছেলে তেজপ্রতাপ সেই ‘কুর্তাফাঁড় হোলি’ খেলতে গিয়েও ঘোর বিতর্কে জড়িয়ে পড়লেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement