সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল তিনতলা বাড়ি। না কোনও গল্পকথা, না অ্যানিমেটেড ফিল্মের চলমান দৃশ্য। একেবারে তাজা খবর। রবিবারের ছুটির সকালে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের আগ্রার তিলিওয়ালি গলি লাগোয়া এলাকায় বাড়িটির খুব কাছেই রয়েছে মনকামেশ্বরের মন্দির। মজার বিষয় হল, পুরনো হলেও ভগ্নদশাগ্রস্ত ছিল না এই ভবন। তবে কেন এমনটা ঘটল? শুনলেই চোখ কপালে উঠবে। ইঁদুর, হ্যাঁ এই গণেশের বাহনই একটু একটু করে বাড়ির ভিতে থাবা বসিয়েছে। ইঁদুরের দাঁতের মহিমায় প্রায় ফাঁপা হয়ে গিয়েছিল বাড়ির ভিত। নিকাশি নালা থেকে শুরু করে কংক্রিটের স্তম্ভ কিছুতেই ছাড় দেয়নি ইঁদুরকুল। কুটুর কুটুর করে সবই প্রায় ধুলোয় পরিণত করেছে। দীর্ঘদিন ধরেই রীতিমতো কোমর বেঁধে নেমেছিল এই কাজে। শেষপর্যন্ত রবিবারের সকালে ধুলো হয়ে গড়িয়ে পড়ল তিনতলা মহল।
এদিকে দুষ্টু ইঁদুরের কারসাজি টের পেয়েও কিছুই করার ছিল না বাড়ি মালিকের। ততক্ষণে তো নড়বড়ে হয়ে গিয়েছে বাড়ি। যে কোনও সময় ভেঙে পড়ার আতঙ্ক নিয়েই ওই বাড়িতে থাকতেন বাসিন্দারা। শনিবার বিকেলে বেশ বৃষ্টি হয়েছিল। তারপরেই সেই আতঙ্ক ফের মাথাচাড়া দিয়ে ওঠে। ভয়ে বাড়ি ফাঁকা করে দেন বাসিন্দারা। ভয় ছিল বৃষ্টির মধ্যে যে কোনও সময় ভেঙে পড়তে পারে বাড়ি। গোটা রাতে কিছু না হলেও বাসিন্দাদের আশঙ্কা সত্যি হল সাতসকালেই। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি। আগেই প্রত্যেকে সরে যাওয়ায় এর জেরে কোনও হতাহতের খবর নেই।
WATCH: 3 storey building collapse in Agra’s Teele Wali Gali area. No casualty reported. pic.twitter.com/QPAbkc2oj6
— ANI UP (@ANINewsUP) April 15, 2018
জানা গিয়েছে, আগ্রার মনকামেশ্বর মন্দির এলাকায় বেশ পুরনো। সবই প্রায় পুরনো দিনের বড়সড় ঘরবাড়ি। তবে পুরনো বলেই যে সেগুলোর ভগ্নদশা, এমনটা নয়। তবে বেশ কয়েকবছর যাবৎ গোটা এলাকায় ইঁদুরের প্রাদুর্ভাব দেখা যায়। যতদিন যাচ্ছিল ততই বাড়ছিল ইঁদুরের উৎপাত। এলাকার কোনও না কোনও বাড়িতেই পাইপলাইন কেটে দেওয়া থেকে শুরু করে, বাড়ির তলদেশে ভাঙন ধরানোর কাজ ইঁদুরই প্রথম শুরু করে। অনেক চেষ্টা চরিত্র করেও ইঁদুরের বংশকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি। তবে ক্ষতির পরিমাণের দিক থেকে এগিয়ে ছিল এই তিনতলা বাড়িটিই। তাই ধূলিসাৎ হতেও সময় লাগল না। ভিডিওতে দেখা যাচ্ছে, হুড়মুড়িয়ে ভাঙছে বাড়ি। মাটিতে মিশতেই ধুলোয় ঢেকে গেল এলাকা।
একইভাবে গত নভেম্বরেই অন্ধ্রপ্রদেশের গুন্টুরে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়েছিল। বাড়িটির ভগ্নদশা দেখে আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি। শনিবার রাজস্থানের কোটাতে একটি বাড়ি ভেঙে পড়ে। ভাঙা বাড়িতেই চাপা পড়া অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও একজন ধ্বংসাবশেষের মধ্যে আটকে আছে বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.