Advertisement
Advertisement

Breaking News

ফের জওয়ানের অঙ্গচ্ছেদ, বদলার ডাক ভারতীয় সেনার

এই হামলার প্রত্যাঘাত যে কঠোর হবে এদিন তাও জানিয়ে রাখল ভারতীয় সেনাবাহিনী৷

Three soldiers killed in Machhal, body of one mutilated
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 22, 2016 5:34 pm
  • Updated:November 23, 2016 10:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাক বাহিনী৷ সেই সঙ্গে চলছে চরম বর্বরতা৷ কিছুদিন আগেই এক ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদ করেছিল পাক সেনারা৷ তা নিয়ে ঝড় উঠেছিল নিন্দার৷ ফের একই বর্বরতা দেখাল পাক বাহিনী৷ জম্মু-কাশ্মীরের মাচাল সেক্টরে এক ভারতীয় জওয়ানের অঙ্গচ্ছেদ করল পাক সেনাবাহিনী৷

এদিন মাচাল সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় পাক বাহিনী৷ আক্রমণে নিহত হন তিন জওয়ান৷ সেই সঙ্গে এক জওয়ানের অঙ্গচ্ছেদ করে পাক বাহিনী৷ এই হামলার বদলা নেওয়া হবে বলে ইতিমধ্যেই হুমকি দিয়েছে ভারতীয় সেনা৷ এদিন সকালেই বান্দিপোরায় নিরাপত্তারক্ষীদের হাতে খতম হয় জঙ্গিরা৷ জঙ্গি ডেরা থেকে উদ্ধার হয় নয়া ২০০০ টাকার নোট৷

Advertisement

গতমাসেই মণদীপ সিং নামে এক জওয়ানের মুণ্ডচ্ছেদ করে পাক বাহিনী৷ কাপুরুষোচিত হামলার নিন্দা করা হয় সব মহল থেকেই৷ কিন্তু তারপরেও একই ঘটনা ঘটল৷ এই হামলার প্রত্যাঘাত যে কঠোর হবে এদিন তাও জানিয়ে রাখল ভারতীয় সেনাবাহিনী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement