Advertisement
Advertisement

Breaking News

দিল্লিতে উদ্ধার আরও তিন দেহ

উত্তর-পূর্ব দিল্লিতে মৃত্যু মিছিল অব্যাহত, নর্দমা থেকে উদ্ধার আরও তিন দেহ

হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬।

Three more bodies recovered from North-East Delhi
Published by: Paramita Paul
  • Posted:March 1, 2020 4:55 pm
  • Updated:March 1, 2020 4:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যু মিছিল যেন থামতেই চাইছে না দিল্লিতে। উত্তর-পূর্ব দিল্লিতে অশান্তির সূত্রপাতের পর আটদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার উপদ্রুত এলাকা থেকে আরও তিনটি দেহ উদ্ধার হয়েছে। গোকুলপুরি এলাকার নর্দমা থেকে মিলেছে একটি দেহ। চাঁদবাগ সংলগ্ন ভাগীরথী বিহারের খাল থেকে আরও দু’টি দেহ মিলেছে। তবে কারোর পরিচয় জানা যায়নি বলেই খবর। এদিকে উত্তর-পূর্ব দিল্লির হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬।

পুলিশ সূত্রে খবর, গোকুলপুরির ওই নর্দমাটি থেকে এর আগে আরও চারটি দেহ উদ্ধার হয়েছিল। এমনকী আইবি আধিকারিক অঙ্কিত শর্মারও দেহে মিলেছিল ওই নর্দমায়। অশান্তি চলাকালীন এদের খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। উদ্ধার হওয়া দেহগুলিতে পচন ধরে গিয়েছিল বলে খবর।

[আরও পড়ুন : শুধরোলেন না কপিল! বিজেপি নেতার মিছিলে ফের ‘গোলি মারো’ স্লোগান]

২২ ফেব্রুয়ারি থেকে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায় CAA বিরোধী সমর্থকরা আন্দোলন শুরু করে। সেই বিক্ষোভকে কেন্দ্র করে অশান্তি বাঁধে। দ্রুত সেই হিংসা ছড়িয়ে পড়ে উত্তর-পূর্ব দিল্লির মউজপুর, গোকুলপুরি, ভজনপুরা-সহ একাধিক এলাকায়। পাথরের ঘায়ে, গুলির আঘাতে জখম হন বহু মানুষ। ঘরছাড়া হয় অনেকে। পাঁচদিন পর পরস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। উপদ্রুত এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা চলছে। ঠিক তখনই নতুন করে দেহ উদ্ধার হওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। 

[আরও পড়ুন : মসজিদের জমিতে গুরুদ্বার! দিল্লির হিংসায় মুসলিমদের বাঁচানোর পুরস্কার পেলেন শিখরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement