Advertisement
Advertisement

Breaking News

রাতভর ধর্ষণ, মদ্যপের লালসায় মৃত্যু অবলা ছাগলের

গ্রেপ্তার অভিযুক্ত৷

 Three-months pregnant goat Raped in Bihar
Published by: Tanujit Das
  • Posted:January 17, 2019 5:36 pm
  • Updated:January 17, 2019 9:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে৷ তা না হলে গর্ভবতী ছাগলকেও কেউ ধর্ষণ করতে পারে! অবাক হলেও এমনই নারকীয় ঘটনা ঘটেছে বিহারে প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে এক মদ্যপের হাতে ধর্ষিত হল তিনমাসের এক গর্ভবতী ছাগল।

[চেয়েও মেলেনি প্রতিবেশীদের সাহায্য, সাইকেলে করে মায়ের দেহ সৎকারে নিয়ে গেল ছেলে ]

Advertisement

মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে পাটনার পরসা বাজারে৷ ওই ছাগলটির মালিক জানিয়েছেন, ওইদিন দুপুর থেকেই ছাগলটির খোঁজ পাচ্ছিলেন না তিনি৷ অনেক খোঁজের পরেও মেলেনি হদিশ৷ পরের দিন অর্থাৎ বুধবার ভোরে বাড়ির সামনে ছাগলটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। খবর দেন পুলিশে৷ অভিযোগ করেন, তাঁর ছাগলকে কেউ খুন করেছে৷

[‘ভাল না লাগলে দল ছাড়ুন’, শত্রুঘ্নকে চরম হুঁশিয়ারি মোদির!]

তদন্তে নেমে মহম্মদ সিমরাজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সিমরাজ পেশায় ঠিকাকর্মী। নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত৷ সে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গর্ভবতী ওই ছাগলটিকে ধর্ষণ করেছে সে৷ এবং ক্রমাগত ধর্ষণের জেরে অসুস্থ হয়ে পড়ে ছাগলটি। মৃত্যু হয় তার৷ ভোর রাতে ওই ছাগলটিকে তার মালিকের বাড়ির সামনে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির পশু সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে পুলিশ৷ অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন ছাগলের মালিক৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement