সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ায় পর থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশ৷ মঙ্গলবার রাতে হাথরায় তিনটি মাংসের দোকানে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা, খবর সংবাদ সংস্থা সূত্রে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, এই দুষ্কর্মের পিছনে রয়েছে সমাজবিরোধীদের হাত৷
Uttar Pradesh: Three meat shops torched by unknown persons in Hathras, police registers case. pic.twitter.com/Ro0B2jhoJ6
— ANI UP (@ANINewsUP) March 22, 2017
এই ঘটনার পর এলাকায় প্রতিবাদ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে বসার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এই ঘটনা উত্তরপ্রদেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে৷ নয়া মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের কসাইখানাগুলি বন্ধ করার তোড়জোড় শুরু করেছেন৷ তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলিই বন্ধ করা হবে৷ গত সোমবার দু’টি কসাইখানা বন্ধ করে দেয় পুলিশ৷ পুলিশের দাবি, ওই দুই কসাইখানা চালানোর জন্য মালিকের কাছে প্রয়োজনীয় অনুমতি ছিল না৷
Uttar Pradesh: 20 arrested with 60 cattle in an action against slaughterhouses in Aligarh.
— ANI UP (@ANINewsUP) March 22, 2017
এর পাশাপাশি, রাজ্যে অবৈধভাবে পশু পাচারের বিরুদ্ধেও অতিরিক্ত তৎপরতা দেখাতে শুরু করেছে পুলিশ৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আলিগড় থেকে অবৈধ কসাইখানা চালানো ও বেআইনি পশু পাচারের অভিযোগের মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৬০টি গবাদি পশু৷ সূত্রের খবর, গরু পাচার বন্ধ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে৷ অন্যদিকে, আজ বিকেলেই উত্তরপ্রদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে৷
UP CM Yogi Adityanath directed police officials to prepare an action plan to shut slaughterhouses; complete ban on cow smuggling: Sources.
— ANI UP (@ANINewsUP) March 22, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.