ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাতে গোপন আস্তানায় হামলা চালিয়ে এক হিজবুল জঙ্গিকে খতম করেছিল সেনাবাহিনী। শনিবার সকালে ফের একবার বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। কাশ্মীরের বারামুল্লার সোপোর জেলায় জঙ্গিদের গোপন আস্তানা গুঁড়িয়ে তিন লস্কর জঙ্গিকে খতম করল তাঁরা। যদিও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে আহত হয়েছেন এক সেনা জওয়ানও।
Three LeT terrorists have been killed by security forces in Jammu and Kashmir’s Sopore, 3 AK-47 rifles recovered from them(Visuals deferred) pic.twitter.com/H6nE6uIWzY
— ANI (@ANI_news) 5 August 2017
3 LeT terrorists killed in encounter at Amargarh #Sopore. AK rifles etc. recovered. Injured #JKP boy stable@JmuKmrPolice @crpfindia @adgpi
— Nitish Kumar (@nitishcop) 5 August 2017
গত কয়েকদিনে সন্ত্রাসবাদীদের আঁতুরঘর হয়ে ওঠা জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশে বেশ কয়েকটি সাফল্য পেয়েছে সেনবাহিনী। এদিনও গোপনসূত্রে খবর পেয়ে ভোর সাড়ে চারটে নাগাদ সোপোরের আমরগড় এলাকা ঘিরে ফেলে সেনা জওয়ানরা। সেনার এই দলে ছিল সিআরপিএফ-এর ১৭৯ ব্যাটালিয়ন, ৫২ রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীরের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। জঙ্গিরা যাতে পালাতে না পারে সেজন্য গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। এরপরই আচমকা তাঁদের উপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় জওয়ানরাও। শুরু হয়ে যায় গুলির লড়াই। তাতেই নিকেশ হয় ওই তিন জঙ্গি। আহত হন এক জওয়ান। উদ্ধার হয়েছে গোলাবারুদ এবং তিনটি একে-৪৭ রাইফেল। এরপর সোপোরের ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা, তা জানতে তল্লাশি চালায় সেনা।
ঘটনার পর থেকেই ত্রস্ত সোপোর-সহ গোটা উপত্যকা। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। এছাড়া শনিবার সোপোরের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলা নিতে জঙ্গিরা আরও বড় ধরনের কোনও হামলা চালাতে পারে, আর সেজন্যই সতর্ক থাকতে বলা হয়েছে সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর প্রশাসনকে। গোয়েন্দাদের অনুমান, প্রতিবেশী পাকিস্তানের মদতেই কাশ্মীরে এত বাড়বাড়ন্ত জঙ্গিদের। উপত্যকায় অশান্তি ও হিংসা ছড়ানোই এদের মূল লক্ষ্য ছিল বলে মনে করা হচ্ছে।
Jammu and Kashmir: Internet services snapped in Baramulla after security forces gunned down three LeT terrorists
— ANI (@ANI_news) 5 August 2017
J&K: All Government/private schools, colleges in Sopore closed today says Additional Deputy Commissioner post encounter of LeT terrorists.
— ANI (@ANI_news) 5 August 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.