Advertisement
Advertisement
Assam

অসমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৩ হাতির, খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ায় মর্মান্তিক দুর্ঘটনা

গত দশ বছরে অসমে প্রায় ২৫০টি হাতির মৃত্যু হয়েছে।

Three elephants died in Assam due to electrocution। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 4, 2023 2:56 pm
  • Updated:August 4, 2023 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের (Assam) কামরূপ জেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল তিনটি হাতির। তারা রাতে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ার পরই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। একসঙ্গে তিনটি বন্যপ্রাণীর মৃত্যুতে শোকের ছায়া পশুপ্রেমী মহলে।

উল্লেখ্য, ভারতে কর্ণাটকের পরেই অসমে সবচেয়ে বেশি হাতির বাস। কিন্তু গত দশ বছরে উত্তর-পূর্বের এই রাজ্যে প্রায় ২৫০টি হাতির মৃত্যু হয়েছে। এবার সেখানে ফের হাতি মৃত্যুর খবর পাওয়া গেল। এই ঘটনায় কামরূপ জেলার পূর্ববিভাগীয় বনদপ্তর আধিকারিক রোহিণী সাইকিয়া নিজের বক্তব্য রেখেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘সুপ্রিম’ স্বস্তি শুভেন্দুর, FIR নিয়ে হাই কোর্টের রায় খারিজ শীর্ষ আদালতের]

সাইকিয়া জানিয়েছেন, “মৃত তিনটি হাতি রাতে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছিল। মনে করা হচ্ছে, হাতিগুলি যখন সুপারি গাছ ধরে টানছিল তখনই গাছটি বিদ্যুতের তারের উপর গিয়ে পড়ে। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় হাতিগুলি। এতেই মৃত্যু হয় তাদের। বনকর্মীরা হাতির দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।”

প্রসঙ্গত, খাবারের খোঁজে প্রায়শই হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। ফসল নষ্ট করে। তাই হাতির আক্রমণ থেকে চাষের জমি রক্ষা করতে অনেকই বৈদ্যুতিক তার দিয়ে জমি ঘিরে রাখেন। এতেই অনেক সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিমৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও এর আগে অসমে ট্রেনের ধাক্কায় কিংবা বিষক্রিয়ায় হাতির মৃত্যু হয়েছে। বারবার এই ধরনের মর্মান্তিক প্রাণহানি রুখতে প্রশাসন সচেষ্ট হলেও তা যে যথেষ্ট নয়, তা প্রমাণিত হল আরও একবার। 

[আরও পড়ুন: এনসিসি-র প্রশিক্ষণের নামে বেধড়ক মার! ভাইরাল ভিডিওয় তোলপাড় দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement