প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপ্রবেশ ইস্যু তো রয়েছেই, সেইসঙ্গে সীমান্তের ওপার থেকে বিএসএফ জওয়ানদের উপর হামলা, মাদক-সহ একাধিক সামগ্রী পাচার। হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে জটিলতা বেড়েছে কয়েকগুণ। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ওপার বাংলা থেকে অবৈধ পারাপার আরও বৃদ্ধি পেয়েছে। ফলে চাপ বাড়ছে বিএসএফের উপর। ভারত-বাংলাদেশের অরক্ষিত সীমান্তে কাঁটাতার বসানোর দাবি ক্রমশ জোরাল হয়েছে। এই আবহে আজ, সোমবার থেকে দিল্লিতে তিনদিনের জরুরি বৈঠকে বসছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। এটি মূলত সমন্বয় সম্মেলন। সূত্রের খবর, বৈঠকে বিএসএফের তরফে থাকবেন ডিজি দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল যোগ দেবে বৈঠকে। বৈঠক চলবে ২০ তারিখ পর্যন্ত।
দুদেশের এই বৈঠক নিয়ে বিএসএফের তরফে বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তে বেড়া বসানো, ওপার থেকে বিএসএফের উপর অতর্কিত হামলা, চোরাচালান বন্ধ, পরিকাঠামো উন্নয়ন-সহ একাধিক প্রসঙ্গ নিয়ে আলোচনার সম্ভাবনা। এছাড়া যৌথভাবে সীমান্ত সুরক্ষা দেখভালের পরিকল্পনার প্রস্তাব উঠতে পারে বৈঠকে। সম্প্রতি বাংলার সীমান্ত কাঁটাতার বসাতে গিয়ে ওপারের বাসিন্দাদের হামলার শিকার হয়েছেন বিএসএফ জওয়ানরা, যা মোটেই কাম্য নয়। আপাতত ফোকাসে বিএসএফের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি।
বিএসএফের এক আধিকারিকের কথায়, ”কাঁটাতার বসানোয় আগে বাংলাদেশের আপত্তি ছিল না কিন্তু এখন তারা কাজে বাধা দিচ্ছে। বিজিবি জওয়ানরা বলছেন, তাঁদের সদর দপ্তর থেকে নাকি এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা কাঁটাতার বসাতে চাইলে তার বিরোধিতা করতে হবে।” সূত্রের আরও খবর, বাংলাদেশের বিদেশমন্ত্রী মহম্মদ জসীমউদ্দিন মনে করছেন, ভারত অনুমোদনহীনভাবে এই কাঁটাতার বসাচ্ছে। তা নাকি তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে ডেকে বলেছেন। সবমিলিয়ে কাঁটাতারের বিষয়টি বেশ জটিল হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে দিল্লিতে আজ থেকে হওয়া বিএসএফ-বিজিবি সমন্বয় বৈঠক নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূ্র্ণ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, বৈঠকে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত হাসিনা আমলের চুক্তির প্রসঙ্গ তোলা হবে। তাতে কী খামতি রয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে। চুক্তিতে কিছু বদলের প্রস্তাব দিতে পারে বিজিবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.