প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলের মধ্যে শিশুকে যৌন হেনস্তার ঘটনায় কিছু দিন আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মহারাষ্ট্রের বদলাপুর। সেই রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে বদলাপুর। এবার জন্মদিনের পার্টিতে বছর বাইশের এক যুবতীকে মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তাঁরই বন্ধুদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে এক মহিলা-সহ ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত বুধবার রাতে এই ঘটনা ঘটে বদলাপুরের শিরগাঁও এলাকায়। জন্মদিন উপলক্ষে ভূমিকা নামে নির্যাতিতার এক বান্ধবী সন্তোষ নামে বছর চল্লিশের এক ব্যক্তির ফ্ল্যাটে পার্টির আয়োজন করে। সেখানে আরও বেশ আরও কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানানো হয়। অভিযোগ, পার্টি চলাকালীন পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে দুই অভিযুক্ত যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এদিকে মেয়ে বাড়ি না ফেরায় তাঁর বাবা-মা মেয়েকে ফোন করেন। দীর্ঘক্ষণ পর সেই ফোন রিসিভ করে ভূমিকা।
তাঁদের মেয়ে মদ্যপান করে ফ্ল্যাটে ঘুমোচ্ছে। পরদিন সকালে মেয়েকে আনতে ফ্ল্যাটে উপস্থিত হন মেয়ের পরিবার। তখনই তাঁরা বুঝতে পারেন খারাপ কিছু ঘটেছে। ওই অবস্থায় মেয়েটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান তাঁরা। সেখানে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। অভিযোগ পেয়েই তৎপর হয় পুলিশ। নির্যাতিতার বান্ধবী ভূমিকা-সহ দুই অভিযুক্ত শিবম ও সন্তোষকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট ঠানের বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শৌচালয়ে দুই খুদে পড়ুয়ার উপর যৌন নির্যাতনের ঘটনায় রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এই ঘটনায় থানায় শিশুর পরিবার অভিযোগ জানাতে গেলে পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে। শেষে নির্যাতনের অভিযোগে স্কুলেরই ২৩ বছরের সাফাইকর্মীকে গ্রেপ্তার করা হয়। গড়িমসির অভিযোগে সাসপেন্ড করা হয় ৩ পুলিশকর্মীকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.