Advertisement
Advertisement
Rajasthan

‘সব মরবে’, হুমকি ইমেলের জেরে রাজস্থানের শতাধিক হাসপাতালে বোমাতঙ্ক

বেডের নিচে, শৌচালয়ে রাখা রয়েছে বোমা! হাসপাতালে এলো হুমকি ইমেল।

Threatening Email to bomb in Rajasthan hospitals

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 18, 2024 4:00 pm
  • Updated:August 18, 2024 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাসপাতালের বেডের নিচে, শৌচালয়ে রাখা রয়েছে বোমা। যা ফাটলে কেউ বাঁচবে না।’ এমনই হুমকি ইমেলে আতঙ্ক ছড়াল রাজস্থানের মণি লেক হাসপাতালে। এছাড়া রাজ্যের শতাধিক হাসপাতালে এমনই ইমেল পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াড নিয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। আসে বম্ব স্কোয়াডও। যদিও তল্লাশি অভিযান চালিয়েও কোনও বোমা পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ জয়পুরের জহর নগরে অবস্থিত এক বেসরকারি হাসপাতালে হুমকি মেল আসে। যেখানে বলা হয়, ‘হাসপাতালের বেডের নিচে ও শৌচালয়ে বোমা রাখা রয়েছে। যা ফাটলে সবাই মরে যাবে।’ এমন ইমেল পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গোটা হাসপাতালে তল্লাশি অভিযান চালিয়েও কোনও বোমা পাওয়া যায়নি। তদন্তকারীরা বুঝতে পারেন ওই হুমকি ইমেল ভুয়ো। জানা যায়, জয়পুরের মণি লেক, সিকে বিরলা-সহ রাজস্থানের অন্তত শতাধিক হাসপাতালে এই হুমকি মেল পাঠানো হয়।

Advertisement

[আরও পড়ুন: ভূস্বর্গে ভোট প্রস্তুতি তুঙ্গে, দলের মধ্যেই প্রবল চাপে ওমর-মেহবুবারা]

তবে এই ধরনের হুমকি আসার জেরে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে রোগীদের হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয়। বিপুল সমস্যায় পড়েন গুরুতর অসুস্থ রোগীরা। কিছু জায়গায় রোগীর অপারেশন চলছিল। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সেখানেও। সব মিলিয়ে বিশৃঙ্খলা চরম আকার নেয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছিল তার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।

[আরও পড়ুন: দলিত কিশোরীকে ধর্ষণ করে খুন! যোগী মডেলে ‘বুলডোজার অ্যাকশন’ বিহারে]

অবশ্য ইমেলে এমন বোমাতঙ্কের ঘটনা এই প্রথমবার নয়। এর আগে গত মে মাসে জয়পুরের ৪টি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ওই মাসেই রাজ্যের আরও ৪৪টি স্কুলে আসে হুমকি মেল। পাশাপাশি গত কয়েক মাসে দেশের একাধিক বিমানবন্দর ও স্কুলে বোমাতঙ্ক ছড়ায় ভুয়ো মেলের জেরে। এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কোনও নাবালক নিতান্ত মজার ছলে এই ধরনের ঘটনা ঘটায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement