Advertisement
Advertisement

Breaking News

Bomb threat

‘৯/১১-র মতো হামলা হবে’, হুমকি ফোনের জেরে নিরাপত্তা কয়েকগুণ বাড়ল দিল্লি বিমানবন্দরে

হুমকি ফোন এসেছিল খালিস্তানপন্থী সংগঠনের তরফে, তদন্তে প্রাথমিকভাবে জানতে পেরেছেন গোয়েন্দারা।

Threat call at Delhi Airport to 'blow up' London bound flight like 9/11 attack, security beefed up | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 11, 2021 2:02 pm
  • Updated:September 11, 2021 2:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯/১১-এর (9/11) আদলে সন্ত্রাসবাদী হামলা হবে। এমনই হুমকি দিয়ে দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) এল ফোন। লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি। সকাল থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ল দিল্লি বিমানবন্দরে। সঙ্গে সঙ্গে কয়েকগুণ বেড়ে গেল বিমানবন্দরের সতর্কতা। লন্ডনগামী বিমানটিতেও জোরদার তল্লাশি চালানো হয়েছে। কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা বোমা (Bomb) লুকিয়ে রয়েছে কি না। পুলিশ কুকুর এনে গোটা বিমানবন্দরেও চলেছে তল্লাশি। এছাড়া বিমানবন্দরে প্রবেশের মুখে সমস্ত গাড়ি, যাত্রীদের জিনিসপত্র পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। হুমকি ফোনের জেরে নয় এগারোর আতঙ্ক ফের দানা বাঁধছে সকলের মনে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতেই দিল্লির রানহোলা থানায় একটি ফোন আসে। হুমকির সুরে বলা হয়, লন্ডনগামী এয়ার ইন্ডিয়া (Air India) বিমান উড়িয়ে দেওয়া হবে, ঠিক যেভাবে আমেরিকায় নয় এগারো হামলা চালানো হয়েছিল, সেই কায়দায়। অন্যদিকে, দিল্লি পুলিশের কাছেও এরকমই ফোন আসে বিভিন্ন নম্বর থেকে। তাতে হুমকি দেওয়া হয়েছিল, দিল্লি বিমানবন্দর ঘিরে ফেলা হবে। ফলে ফোন নম্বর চিহ্নিত করা একটু কঠিন হয়ে পড়ে তদন্তকারীদের কাছে। কুখ্যাত সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তিতে এ ধরনের হুমকি ফোন স্বভাবতই খুব গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ, গোয়েন্দারা।
ফলে দ্রুত এ বিষয়ে তদন্তে নেমে বেশ কয়েকটি সূত্র হাতে আসে পুলিশের।

Advertisement

[আরও পডুন: মোদির জন্মদিনে টিকাকরণে নজির গড়তে ভ্যাকসিন মজুত করছে বিজেপি! অভিযোগে সরব বিরোধীরা

জানা গিয়েছে, খালিস্তানপন্থী সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ (SFJ) এর তরফে দিল্লি পুলিশে ফোন করে বিমানবন্দর ঘেরাও করার হুমকি দেওয়া হয়েছিল। আর সেই হুমকির জেরে যাত্রীদের বারবার সতর্ক করা হয়। এই হুমকি ফোন থেকে তদন্তকারীরা মনে করছেন, খালিস্তানপন্থীদের সক্রিয়তা বাড়ছে। নয় এগারোকে সামনে রেখে তাঁরা ফের নাশকতার ছক কষছে।

[আরও পডুন: মুসলমানদের বিরুদ্ধে ‘মাদক জেহাদে’র অভিযোগ, বিতর্কে কেরলের যাজক]

সাউথ ওয়েস্ট দিল্লির ডিসিপি প্রতাপ সিং টুইট করে সতর্কবার্তা দিয়েছেন। তাঁর মত, ”এই হুমকি ফোনের জেরে আমরা বিমানবন্দরের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছি। যাত্রীদের বলেছি, যাঁদের বিমান ধরার আছে, তাঁরা তাড়াতাড়ি পৌঁছে যান বিমানবন্দরে। কারণ, পরীক্ষানিরীক্ষার কারণে দেরি হতে পারে।” পাশাপাশি ‘শিখ ফর জাস্টিস’ সংগঠনের খোঁজখবর নিয়েও তৎপর হয়েছেন গোয়েন্দারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement