Advertisement
Advertisement
Purushottam Rupala

‘গরুর যত্ন নিন, গরু আপনার যত্ন নেবে’, শিল্প সম্মেলনে বিনিয়োগকারীদের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর

শিল্প সম্মেলনে গিয়ে গো-প্রীতি দেখালেন মন্ত্রী।

Those who take care of cows, will be taken care of by cows, says Union Minister Purushottam Rupala | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:February 12, 2023 9:29 am
  • Updated:February 12, 2023 9:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভামঞ্চ, উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিট। শ্রোতা, দেশ-বিদেশের নামী শিল্পপতিরা। সেই শ্রোতাদের সামনে ‘গোমাতা’র স্তুতি করে এলেন কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী পুরুষোত্তম রূপালা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী উদ্ধৃত করে শিল্পপতিদের পরামর্শ দিলেন, গরুর যত্ন নিন। গরু আপনাদের খেয়াল রাখবে।

Those who take care of cows, will be taken care of by cows, says Union Minister Purushottam Rupala

Advertisement

আসলে উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিটে (GIS-23) কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী বক্তব্য রাখছিলেন। উদ্দেশ্য ছিল, উত্তরপ্রদেশের পশুপালন ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দান। সেখানে দুগ্ধজাত দ্রব্য এবং পশুপালনের নানারকম সম্ভাবনার কথা আলোচনা করছিলেন রূপালা (Purushottam Rupala)। সেই সভাতেই শ্রীকৃষ্ণের বার্তা স্মরণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। বিশ্বকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক।”

[আরও পড়ুন: ‘ইসলাম বিশ্বের প্রাচীনতম ধর্ম, ভারত যতটা মোদির ততটা মুসলিমদেরও’, দাবি ধর্মগুরুর]

গ্লোবাল ইনভেস্টর্স সামিটের মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, সেই মহাভারতের সময় থেকেই ভারতে যত্ন সহকারে গোপালন করা হয়। গোপালনে বিশেষ ভাবে উঠে আসে উত্তরপ্রদেশের গোকুলের নাম। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশ গোপালনে বেশ সম্ভাবনাময় রাজ্য। তাঁর আশা, একদিন আন্তর্জাতিক স্তরে দুধ উৎপাদনে প্রথম সারিতে অবস্থান করবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য। সেই লক্ষ্যপুরণেই বিনিয়োগকারীদের সহায়তা চান তিনি।

[আরও পড়ুন: যোগী গেরুয়া পরতে পারেন, আর মুসলিমরা হিজাব পরলেই দোষ! সংসদে সরব সিপিএম]

আসলে বিজেপির (BJP) গো-প্রীতি নতুন কিছু নয়। কিছুদিন আগেই কেন্দ্রের তরফে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘গো আলিঙ্গন দিবস’ হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে যায়। শেষে কেন্দ্রের পশুপালন বিভাগ সেই বিবৃতি প্রত্যাহার করতে বাধ্য হয়। সেসব নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এবার শিল্প সম্মেলনে গিয়ে গো-প্রীতি দেখালেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement