Advertisement
Advertisement
Narendra Modi Government

মোদির মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ, কারা কারা নিলেন শপথ?

শরিক দলগুলি থেকে এবার মোদির মন্ত্রিসভায় জায়গা পেল একাধিক নতুন মুখ।

Those who get first Cabinet Ministry post in Narendra Modi's government
Published by: Amit Kumar Das
  • Posted:June 9, 2024 8:37 pm
  • Updated:June 9, 2024 10:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তি খুইয়ে অনেকখানি নমনীয় বিজেপি। রবিবার রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গেল তারই প্রতিফলন। শরিক দলগুলি থেকে এবার মোদির মন্ত্রিসভায়(Narendra Modi Government) জায়গা পেল একাধিক নতুন মুখ। পাশাপাশি পুরনো একাধিক জনকে ছেঁটে ফেলে বিজেপির একাধিক সাংসদ প্রথমবার জায়গা পাকা করলেন মোদির মন্ত্রিসভায়।

রবিবার রাষ্ট্রপতি ভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মোট ৩০ জন। এর পাশাপাশি ৩৬ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসেবে। যাঁদের মধ্যে প্রথমবার পূর্ণমন্ত্রী হলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওই রাজ্যেরই বিদিশা কেন্দ্রের নির্বাচিত সাংসদ শিবরাজ সিং চৌহান, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এবার হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্রের সাংসদ মনোহরলাল খাট্টার, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মাণ্ড্য কেন্দ্রের জেডিএস সাংসদ এইচডি কুমারস্বামী, গয়ার সাংসদ তথা এনডিএ-র শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চা (হাম)-র নেতা জিতেনরাম মাঝি। একইসঙ্গে ওড়িশার সুন্দরগড়ের বিজেপি সাংসদ জুয়েল ওরাওঁ এবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। পূর্ণমন্ত্রী হয়েছেন বিহারের জেডিইউ সাংসদ লালন সিং।

Advertisement

[আরও পড়ুন: এক্স রে করাতে গিয়ে ‘ধর্ষণ’, বধূর অভিযোগে শ্রীঘরে নার্সিংহোম কর্মী]

এছাড়াও প্রথমবার মন্ত্রী হয়েছেন টিডিপির সাংসদ রাম মোহন নায়ডু, এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান, করিমনগরের বিজেপি সাংসদ সঞ্জয় কুমার। জেডিইউর রামনাথ ঠাকুর, বিজেপির সুরেশ গোপি, শিবসেনা(শিণ্ডে) থেকে প্রতাপ রাও যাদব, বিজেপির ভি সোমান্না, বাংলার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির রক্ষা খাড়সে, রাভনিত সিং বিট্টু, অজয় তামতা, জিতিন প্রসাদ, হর্ষ মালহোত্রা, ও অন্নপূর্ণা দেবী।

Advertisement

[আরও পড়ুন: একক সংখ্যাগরিষ্ঠতার জমানায় নয়, দেশের আর্থিক উন্নতিতে অবদান বেশি ‘মিলিজুলি’ সরকারেরই!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ