Advertisement
Advertisement

Breaking News

Himanta Biswa Sarma

‘পালাতে গেলে পুলিশ গুলি করবেই’, অসমে এনকাউন্টার বৃদ্ধির সপক্ষে সাফাই হিমন্ত বিশ্বশর্মার

হিমন্ত মসনদে বসার পর থেকেই এনকাউন্টার বাড়ার অভিযোগ বিরোধীদের।

Those trying to escape police custody cannot be spared, says Assam CM Himanta Biswa Sarma | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 6, 2021 8:52 am
  • Updated:July 6, 2021 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তদের এনকাউন্টার (Encounter) করা অর্থাৎ গুলি করে মারার ঘটনা সম্প্রতি বেড়ে গিয়েছে অসমে। অভিযোগ তেমনটাই। এবার সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল অসমের (Assam) নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে (Himanta Biswa Sarma)। তিনি সাফ জানিয়ে দিলেন, যদি পুলিশ হেফাজত থেকে কেউ পালাতে যায়, তাহলে তাদের ছাড়া হবে না।

গত মে মাসে হিমন্ত অসমের মসনদে বসার পর থেকেই অন্তত ৬ জন অভিযুক্ত পুলিশের (Assam Police) গুলিতে আহত হয়েছে। পাশাপাশি নিরাপত্তা কর্মীদের গুলিতে মারা গিয়েছে ১১ জন। তাদের মধ্যে ৯ জন জঙ্গি। এপ্রসঙ্গে সোমবার এক থানার সমাবেশে কথা বলার সময় হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দিয়েছেন, পালাতে গেলে গুলিই করা হবে। তাঁর কথায়, ‘‘কোনও অভিযুক্ত তাও আবার একজন ধর্ষক, সে যদি পুলিশ হেফাজত থেকে পালাতে চেষ্টা করে আগ্নেয়াস্ত্র হাতিয়ে নিয়ে তাহলে তাদের পায়ে গুলি করার অনুমতি দেয় আইনই।’’

Advertisement

[আরও পড়ুন: ‘হিন্দুত্ববাদী সরকারই অপরাধীদের প্রশ্রয় দেয়’, গণপিটুনি নিয়ে ভাগবতের মন্তব্যের পালটা ওয়েইসির]

তাঁর মতে, বিরোধীরা যতই বলুক এভাবে এনকাউন্টার করাটা পুলিশের একটা ছক হয়ে উঠেছে তবুও এমনটা করা ছাড়া উপায় নেই। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘আমি এটুকু বলতে পারি, যদি অপরাধীরা পুলিশ হেফাজত থেকে পালাতে চায় তাহলে এই ছক অবলম্বন করা ছাড়া উপায় নেই। এটা পরিষ্কার করে দেওয়া দরকার, মানুষের সেবা করাই আমাদের কাজ। ধর্ষণ কিংবা খুন করে এই সরকারের আমলে কেউ পার পাবে না। আমরা এসব ক্ষেত্রে একটুও সহ্য করব না।’’

প্রসঙ্গত, অসম পুলিশ ‘ট্রিগার হ্যাপি’ হয়ে উঠেছে এই অভিযোগে সরব বিরোধীরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এপ্রসঙ্গে হিমন্ত অবশ্য জানিয়ে দেন, পুলিশ মোটেই আইন নিজের হাতে তুলে নিচ্ছে না। তাঁর ব্যাখ্যা, ‘‘গণতন্ত্রে অপরাধ দমন করা হয় আইনের সাহায্যে। এনকাউন্টারের সাহায্যে নয়। কেবল মাত্র এই সব ক্ষেত্রেই এমন করা ছাড়া উপায় থাকে না।’’

[আরও পড়ুন: বাতিল হওয়া আইনেই দায়ের হচ্ছে অভিযোগ! কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা ‘স্তম্ভিত’ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement