সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন ধরেই লাভ জেহাদ নিয়ে সরগরম উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের রাজনীতি। ইতিমধ্যে উত্তরপ্রদেশে লাভ জেহাদ রোখার জন্য অর্ডিন্যান্স আনা হয়েছে সরকারের তরফে। বিরোধীদের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও কোনও লাভ হয়নি। এবার কেউ ধর্মান্তকরণের (religious conversion) ছক কষলে তাকে ধ্বংস করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর এই মন্তব্যের কথা জানাজানি হতেই নতুন বিতর্ক দেখা দিয়েছে।
Govt belongs to everyone – all religions & castes. There is no discrimination but if someone tries to do anything disgusting with our daughters, then I’ll break you. If someone plots religious conversion or does anything like ‘Love Jihad’, you will be destroyed: MP CM SS Chouhan pic.twitter.com/Tj1nwnu14q
— ANI (@ANI) December 3, 2020
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জোর করে ধর্ম পরিবর্তনের তীব্র বিরোধিতা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সরকার জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করছে। কোথাও কোনও বৈষম্য নেই। কিন্তু, কেউ যদি আমাদের মেয়েদের সঙ্গে বাজে কিছু করার চেষ্টা করে তাহলে তাকে আমি ভেঙে ফেলব। যদি কেউ ধর্মান্তকরণ বা লাভ জেহাদের ছক কষে তাকে ধ্বংস করব।’
আগেই রাজ্যের তরফে একটি বিল আনার কথা জানানো হয়েছিল। তবে তখন বলা হয়েছিল পাঁচ বছরের সাজার কথা। কিন্তু গত ২৫ নভেম্বর বৈঠকের পরে সেই মেয়াদই বাড়িয়ে দশ বছর করা হয়। রীতিমতো রণহুঙ্কারের ভঙ্গিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Sing Chouhan) জানিয়ে দেন, রাজ্যের মাটিতে ‘লাভ জেহাদ (Love Jihad)’ কোনও মূল্যেই হতে দেবেন না তিনি। তাঁর কথায়, ‘‘আমরা এজন্য আইন আনছি। এটা দেশকে বিভাজন করার ষড়যন্ত্র। কোনও মূল্যেই এটা আমরা হতে দেব না।’’
কিছুদিন আগে হরিয়ানার বল্লভগড়ে ধর্ম বদলে রাজি না হওয়ায় প্রকাশ্যে এক যুবতীকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। তারপরই দেশজুড়ে লাভ জেহাদ নিয়ে শুরু হয় জোর বিতর্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.