Advertisement
Advertisement

এনআরসি-তে নাম না থাকলেও দেওয়া যাবে ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের

নতুন ভোটার তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে ভোট।

Those excluded from Assam NRC can vote, says EC
Published by: Subhajit Mandal
  • Posted:August 1, 2018 2:41 pm
  • Updated:August 1, 2018 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগরিকপঞ্জিতে নাম না থাকলেও দেওয়া যাবে ভোট। এনআরসি থেকে বাদ পড়া ৪০ লক্ষ নাগরিকত্ব হারানো অসমবাসীকে এখনই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না, জানিয়ে দিল নির্বাচন কমিশন।

[বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুলি করে মারা উচিত, বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক]

রাতারাতি নাগরিকত্ব হারিয়ে ৪০ লক্ষ অসহায় অসমবাসীর ভবিষ্যৎ যখন প্রশ্নের মুখে, তখন স্বস্তি দিল নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল নাগরিকত্ব হারালেও ভোটাধিকার হারাচ্ছে না ওই ৪০ লক্ষ মানুষ। গতকালই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যেহেতু এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি, যা প্রকাশ করা হয়েছে তা চূড়ান্ত খসড়া তাই এখনই বাদ পড়া নাগরিকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা যাবে না। পরদিনই নির্বাচন কমিশনকে স্বস্তি দিল বাদ পড়া অসমবাসীকে। কমিশনের তরফে জানানো হয়েছে, এনআরসির খসড়ার ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে এখনও দেরি আছে। তাঁর আগেই জানুয়ারিতে নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে। যে সমস্ত ভোটারদের পুরনো ভোটার তালিকায় নাম আছে নতুন ভোটার তালিকাতেও তাদের নথিভুক্ত করা হবে। আর ভোটার তালিকায় নাম থাকলে তারা ভোট দিতে পারবেন।

Advertisement

[শুধু সংখ্যালঘু নয়, কতটা ক্ষতিগ্রস্ত অসমের হিন্দু বাঙালিরা?]

লোকসভা ভোটের মাস কয়েক আগে যে ভোটার তালিকা প্রকাশ হবে তাতে এনআরসিতে বাদ পড়া ভোটারদেরও নাম থাকবে বলে জানিয়েছে কমিশন। স্বাভাবিকভাবেই, এনআরসিতে বাদ পড়া অসমবাসীও ভোট দিতে পারবে লোকসভা নির্বাচনে, যদি না ততদিনে সরকার তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে। সেক্ষেত্রে, পরবর্তী লোকসভা নির্বাচনে অসমে বিরোধীরা সুবিধা পেয়ে যেতে পারে। তবে, এসবই নির্ভর করছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের উপর। আপাতত সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কিছুটা হলেও স্বস্তি পেলেন তালিকা থেকে বাদ পড়া অসমবাসী। এখনই উদ্বেগের কোনও কারণ নেই।   

[এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement