সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে কেরলে আবদ্ধ থাকলেও নিপা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে দেশের অন্যান্য রাজ্যকে৷ বাদ পড়েনি কলকাতা৷ তবে ব্যতিক্রম রয়েছেন একজন৷ আহমেদাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে রাজপুর গ্রামের বাসিন্দা শান্তাবেন প্রজাপতি৷ দু’কামরার ঘরে প্রায় ৪০০টি চামচিকে নিয়ে বসবাস করছেন ৭৪ বছরের এই বৃদ্ধা৷ সমগ্র গ্রামের কাছে তিনি হয়ে উঠেছেন ‘চামচিদিওয়ালা বা’ অর্থাৎ ‘জীবন্ত বাঁদুড়ের দিদিমা’
তিরিশ বছর ধরে এই চামচিকেদের সঙ্গে ঘর করছেন শান্তাবেন প্রজাপতি৷ অনেকদিন আগেই মারা গিয়েছিল তাঁর স্বামী৷ তিন মেয়ে ও এক ছেলেকে ওই বাড়িতেই মানুষ করেছেন তিনি৷ তবে তাঁরাও এখন তাঁর সঙ্গে থাকেন না৷ এমনকি প্রতিবেশীরাও বিরক্ত এই চামচিকের উৎপাতে৷ তাঁর এক প্রতিবেশী মদিনা বিবি সিপি জানান, সান্তাবেন প্রজাপতির বাড়ি থেকে চামচিকে ছড়িয়ে পড়ছে আশপাশের বাড়িগুলিতে৷ প্রতিবেশীরা বিরোধিতা করলেও নিরুত্তাপ শান্তাবেন৷
[২০১৯-এ মায়াবতীকেই প্রধানমন্ত্রীর মুখ হিসাবে প্রচারে বিএসপি]
বাড়িতে ঢুকলে কেবলই শোনা যায় চামচিকের কিচিরমিচির শব্দ৷ দুই কামরার বাড়িতে একটি ঘরের চার দেওয়ালজুড়ে রয়েছে তাদের রাজত্ব৷ রোজ রাতে এই বাড়ি থেকেই বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে চামচিকে৷ ঠিক ভূতের সিনেমার মতো৷ দেশজুড়ে তৈরি হওয়া নিপা ভাইরাসের আতঙ্ক সম্পর্কে যথেষ্ট অবগত শান্তাবেন৷ তাও চামচিকেদের কেবল আস্তানা দিয়েই ক্ষান্ত হননি তিনি৷ রোজ ব্যবস্থা করেন তাদের খাবারের৷ নিজের শিশুর মতোই এদের লালনপালন করেন তিনি৷ জানান, যতদিন তিনি বেঁচে রয়েছেন এমনই করে যাবেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.