Advertisement
Advertisement

Breaking News

মন্দিরে ঢুকে শিবলিঙ্গে লাথি মারল যুবক!

মন্দিরের সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এই চাঞ্চল্যকর ছবি৷ যা দেখলে আপনারও গা শিউরে উঠবে৷

This Video Of A Man Kicking The Shiv Ling In A Temple In Jammu Will Infuriate You
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 7:05 pm
  • Updated:June 15, 2016 7:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের আলোতেই শিবমন্দিরে ঢুকে তাণ্ডব চালাল এক যুবক৷ ভাঙচুর করল গোটা মন্দির চত্বরে৷ শিবলিঙ্গে মারল লাথি৷ ঘটনাটি ঘটেছে জম্মুর রূপনগরে বিখ্যাত আপশম্ভু মন্দিরে৷ মন্দিরের সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এই চাঞ্চল্যকর ছবি৷ যা দেখলে আপনারও গা শিউরে উঠবে৷

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুটেজে তাণ্ডব চালানো ব্যাক্তির নাম ইয়াসির আলফাজ৷ জম্মুর ডোডা জেলার শিব গ্রামে তার বাড়ি৷ ইয়াসির মানসিক ভারসাম্যহীন বলেই জানিয়েছে জম্মু পুলিশ৷

কিন্তু, আপশম্ভু মন্দিরের এই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রতিবাদের ঝড় উঠেছে গোটা এলাকায়৷ বিক্ষোভকারীরা রাস্তায় নেমে প্রবল ভাঙচুর করেছে৷ একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশকে লক্ষ্য করে ইঁটও ছোড়া হয়েছে৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে৷ গোটা এলাকার পরিস্থিতি এখনও থমথমে৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য মনোবিদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement