সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খবরে ইন্ডিগোর (Indigo) উড়ান। এবার মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। বারাণসীগামী (Varanasi) বিমানকে হায়দরাবাদে (Hyderabad) জরুরি অবতরণ করাতে বাধ্য হলেন পাইলট। বিমানকর্মীদের তৎপরতায় রক্ষা পেলেন উড়ানের ১৩৭ জন যাত্রী। সকলেই সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। পরে হায়দরাবাদ বিমানবন্দরে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
ঘটনাটি মঙ্গলবার সকালের। ইন্ডিগোর ৬ই৮৯৭ বিমানে গোলযোগ দেখা দেয় মাঝ আকাশে। বেঙ্গালুরু (Bengaluru) থেকে বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিছুক্ষণ পরেই বিমানের যান্ত্রিক গোলোযোগ টের পান পাইলট। তড়িঘড়ি বিমান অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগ করা হয় নিকটবর্তী হায়দরাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। অসামরিক বিমান পরিবহণের ডিরেক্টরেট জেনারেল সূত্রে জানা গিয়েছে, ওই বিমানে ১৩৭ জন যাত্রী ছিলেন। সকাল ৬টা বেজে ১৫ মিনিটে বিমানটিকে হায়দরাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সমস্ত যাত্রী সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
ঠিক কী ধরনের গোলোযোগে জরুরি অবতরণে বাধ্য হন পাইলট তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য, এর আগে ইন্ডিগোর বিমানে মাঝ আকাশে মদ্যপ অবস্থায় বিমানকর্মীদের হেনস্তার অভিযোগ উঠেছিল এক যাত্রীর বিরুদ্ধে। চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল দুবাই থেকে মুম্বইগামী (Dubai to Mumbai) ওই বিমানে। পরে মত্ত অবস্থায় বিমানে অভব্য আচরণের জন্য দুই যাত্রীকে গ্রেপ্তার করেছিল মুম্বই শহর পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.