Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

সমলিঙ্গ সম্পর্কের জের, লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ‘তান্ত্রিকে’র হাতে খুন তরুণী!

গ্রেপ্তার ভুয়ো তান্ত্রিক-সহ ৩।

This Uttar Pradesh woman killed by Tantrik after promising to change her gender | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 21, 2023 3:43 pm
  • Updated:June 21, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমলিঙ্গ সম্পর্কের ভয়ংকর সমাপ্তি। ভুয়ো তান্ত্রিকের হাতে খুন হলেন তরুণী। হত্যার পরিকল্পনা করে তাঁর প্রেমিকা এবং প্রেমিকার মা। সমলিঙ্গ সম্পর্ক থেকেই পরিত্রাণ পেতেই খুন, জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তরুণী, তাঁর মা এবং ভুয়ো তান্ত্রিককে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহজাহানপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী প্রিয়া (৩০) আরসি মিশন এলাকার বাসিন্দা। বছর ২৪-এর প্রীতির সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। বিষয়টি গোপন ছিল। কিন্তু সম্প্রতি তা জানাজানি হওয়ার পর প্রীতির বিয়ে দেওয়া নিয়ে সমস্যায় পড়ে তাঁর পরিবার। এরপর পথের কাঁটা প্রিয়াকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন প্রীতি এবং তাঁর মা উর্মিলা। অন্যদিকে প্রীতির সঙ্গে সংসার বাঁধার স্বপ্ন দেখছিল প্রিয়া। যে কোনও মূল্য।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিপুরে বোমা ফেটে ৫ শিশু জখম, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের]

প্রিয়ার এই আবেগকে কাজে লাগায় প্রীতি এবং তাঁর মা। তাঁরা ভুয়ো তান্ত্রিক রামনিবাসকে ভাড়া করেন প্রিয়াকে হত্যার জন্য। এর জন্য ওই ‘তান্ত্রিকে’র সঙ্গে দেড় লক্ষ টাকার চুক্তি হয়। প্রিয়াকে বলা হয়, তান্ত্রিক সহজেই লিঙ্গ পরিবর্তন করে দেবেন। সেকথা বিশ্বাস করে গত এপ্রিলে তান্ত্রিকের আখড়ায় গেছিলেন তরুণী। সেখানেই ভারী হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে তাঁকে হত্যা করা হয়।

[আরও পড়ুন: অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন পাকা, আমন্ত্রিত প্রধানমন্ত্রী মোদি! জেনে নিন কবে]

১৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন প্রিয়া। ১৮ এপ্রিল থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। তদন্তে নেমে প্রিয়ার ফোনের সূত্রে প্রথমে তান্ত্রিক রামনিবাসকে গ্রেপ্তার করাে পুলিশ। তাঁকে জেরা করতেই গোটা ঘটনা স্পষ্ট হয়ে যায়। এরপর গ্রেপ্তার করা হয় প্রীতি এবং তাঁর মা উর্মিলাকেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement