সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গম পাহাড়ে বেড়াতে গিয়ে মজা পান পর্যটক। কিন্তু কেমন জীবন যাপন করেন দেশের পাহাড়ি গ্রামগুলির স্থানীয়রা? তারই এক মর্মান্তিক ছবি সামনে এল তামিলনাডু়তে (Tamil Nadu)। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন বছর চল্লিশের এক ব্যক্তি। এদিকে দূরের হাসপাতালে যাওয়ার পথ সংকীর্ণ। এই কারণে অ্যাম্বুল্যান্স পাওয়াও দুষ্কর। এই অবস্থায় বাঁশে কাপড় বেঁধে তৈরি করা হয় দোলা। তাতে করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। পাঁচ কিলোমিটার চড়াই-উতরাই পেরিয়ে হাসপাতালে পৌঁছাতে সময় লাগে তিন ঘণ্টা। যদিও পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রোগীর।
কুরুমালাই তামিলনাড়ুর একটি প্রত্যন্ত গ্রাম। মূলত আদিবাসীদের বাস। সেখানকার বাসিন্দা পলানিস্বামী। বুধবার অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে সবচেয়ে কাছের উরুমালপেট সরকারি হাসপাতাল ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গম পাহাড়ি গ্রামে মেলেনি অ্যাম্বুলেন্স। তবে পাহাড়ি পথে চড়াই-উতরাই ডিঙিয়ে গেল সময় কিছুটা কম লাগে। সে কথা ভেবেই বাঁশ-কাপড়ের দোলা বানিয়ে পলানিস্বামীকে নিয়ে হাসপাতালের পথে রওনা দেন তাঁর পরিবারের সদস্যরা। যদিও শেষ রক্ষা হয়নি। পথেই হৃদরোগে মৃত্যু হয় রোগীর।
বাঁশের দোলায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। এর ফলে অস্বস্তিতে পড়ে জেলা প্রশাসন। ঘটনায় প্রতিক্রিয়া দেন তিরুপুরের জেলাশাসক টি ক্রিসতুরাজ। তাঁর দাবি, এলাকায় রাস্তা তৈরি হচ্ছে। তবে কি না গ্রামটি দুর্গম খাড়াই এলাকায় হওয়ায় এতদিন রাস্তা নির্মাণ সম্ভব হয়নি। পলানিস্বামীর মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন জেলাশাসক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.