সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও অসুস্থ শিশু, বা মৃতপ্রায় রোগীকে তাঁর শেষ ইচ্ছে পূরণের জন্য সাম্মানিক পদ দেওয়ার চল নতুন কিছু নয়। আবার অনেক ক্ষেত্রে কারও বিশেষ কৃতিত্বকে সম্মান জানানোর জন্যও কখনও কখনও সাময়িক সাম্মানিক পদ দেওয়া হয়ে থাকে। কিন্তু এবারে সম্পূর্ণ আলাদা। এক্কেবারে নিজের কৃতিত্বে ভারতে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদ পেলেন ২৩ বছর বয়সী ভারতীয় ছাত্রী।
আসলে গত ১১ আগস্ট বিশ্ব কন্যাসন্তান দিবস উপলক্ষে ভারতীয় ছাত্রীদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে ব্রিটিশ হাই কমিশন। ভারতে লিঙ্গবৈষম্যে মানে কী বোঝেন, এই বিষয়ের উপরে সবাইকে একটি করে ভিডিও শুট করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। গোটা দেশের মোট ৫৮ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তাঁরা প্রত্যেকেই নিজেদের ভিডিও পাঠান ভারতে অবস্থিত ব্রিটিশ হাই কমিশনে। ৫৮ জন প্রতিযোগীর মধ্যে ইশা বহেলকে জয়ী হিসেবে বেছে নেন বিচারকরা। সেই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ইশা বহেলকে একদিনের জন্য ব্রিটিশ হাই কমিশনার বানানো হয়।
২৪ বছর বয়সী ইশা আপাতত নয়ডা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন। আগামী দিনে একজন সমাজ সংস্কারক হতে চান তিনি। একদিনের জন্য হলেও ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পেয়ে খুশি ইশা। তিনি বলেন, “একদিনের জন্যও ব্রিটিশ হাই কমিশনের হয়ে কাজ করতে পারাটা আমার কাছে সত্যিই বড় ব্যপার। এটা আমার কাছে অভিনব অভিজ্ঞতা। আমি ভারত-ব্রিটেন সম্পর্ক বিস্তারিতভাবে জানতে পেরেছি। এবং লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বলতে পেরেছি।” ভারতে ইংল্যন্ডের হাই কমিশনার ডমিনিক আসকুইথ বলেন, ”ইশা সত্যিই চমকপ্রদ, ও মেয়েদের উন্নতিতে বদ্ধ-পরিকর। ওঁর ভিডিওটা অসাধারণ। আমি ওকে শুভেচ্ছা জানাচ্ছি।” তিনি আরও বলেন, ভারতীয় মেয়েদের জন্য এই ধরনের একটি সুযোগ আনতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.