Advertisement
Advertisement
solo female biker

মহিলারা দেশে নিরাপদ, প্রমাণ করলেন ইনি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশ মহিলাদের জন্য নিরাপদ নয়৷  দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা নারী নিগ্রহ, ধর্ষণের ঘটনায় অন্তত সে কথাই প্রমাণ হয়৷ যে দেশে একজন মহিলা একই দুষ্কৃতীদের হাতে বারবার ধর্ষিতা হন, সেখানে মহিলাদের নিরাপত্তা আর কতখানি! এও যেমন সত্যি, তেমন এর বিপরীত ছবিটাও আছে৷ এ দেশেরই এক মহিলা প্রায় সারা দেশ একা ঘুরে […]

India is safe for women, claimed solo female biker travelling in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 8:43 pm
  • Updated:April 6, 2019 3:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশ মহিলাদের জন্য নিরাপদ নয়৷  দেশের বিভিন্ন প্রান্তে ঘটতে থাকা নারী নিগ্রহ, ধর্ষণের ঘটনায় অন্তত সে কথাই প্রমাণ হয়৷ যে দেশে একজন মহিলা একই দুষ্কৃতীদের হাতে বারবার ধর্ষিতা হন, সেখানে মহিলাদের নিরাপত্তা আর কতখানি! এও যেমন সত্যি, তেমন এর বিপরীত ছবিটাও আছে৷ এ দেশেরই এক মহিলা প্রায় সারা দেশ একা ঘুরে প্রমাণ করে দিয়েছেন, মেয়েরা এ দেশেও কতখানি নিরাপদ৷

কে তিনি? তিনি এষা গুপ্তা৷ হোটেল ম্যানেজমেন্টের এই ছাত্রী বড় কর্পোরেট সংস্থায় চাকরী করতেন৷ কিন্তু চার দেওয়ালের চাকরি তাঁর ভাল লাগেনি৷ উপরন্তু এই দুনিয়াকে অনেকটাই পুরুষশাসিত বলে মনে হয়েছিল তাঁর৷ অগত্যা মুক্তির সন্ধানে একদিন বেরিয়ে পড়েন৷ কিন্তু একা মহিলার কি ঘুরে বেড়ানো নিরাপদ! ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘জব উই মেট’ ছবিটি৷ যেখানে করিনা কাপুর অভিনীত চরিত্রটিকে সাবধান করে দিয়ে একজন বলেছিলেন, একলা মেয়ে খোলা সিন্দুকের মতো৷ সত্যিই কি তা? সত্যিই কি দেশ মহিলাদের জন্য এতটাই বিপজ্জনক৷ তার উত্তর খুঁজতেই ২০১১ সালে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন৷ সঙ্গী বলতে একটা বাইক৷ তারপর ঘুরে ফেলেছেন প্রায় গোটা দেশ৷ ১৬টি রাজ্যে ঘুরতে ঘুরতে বহু ঘটনা জমা হয়েছে তাঁর অভিজ্ঞতার ঝুলিতে৷ কিন্তু কোনও কিছুতেই মনে হয়নি যে দেশ, মহিলাদের জন্য নিরাপদ নয়৷

Advertisement

12998549_10154258608599714_3281350956267604485_n_1469175427_725x725

তবে একেবারেই কি ভয় করেনি? এষা জানাচ্ছেন, তাঁর দর্শন ছিল অন্যরকম৷ নিজেকে তিনি বুঝিয়েছিলেন, জীবনে যদি খারাপ কিছু ঘটে থাকে, তবে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও৷ আর দুর্ঘটনা যদি কিছু ঘটে থাকে তবে তা নিয়তি৷ তাকে কখনওই এড়ানো যায় না৷ এই মন্ত্রেই এসেছে সাফল্য৷ সারা দেশ বাইকে ঘুরেছেন তিনি নিরাপদেই৷ আর তাই সরল নারীদের উদ্দেশে তাঁর বার্তা, খবরের কাগজ পড়ে দেশ সম্পর্কে ভয় না পাওয়ার৷ বরং চার দেওয়ালের বাইরে বেরলেই যে দেশকে সঠিকভাবে চেনা যায়, সে কথাই সকলকে জানাতে চান তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement