Advertisement
Advertisement

Breaking News

আদিবাসী গ্রামে দেশের সেবায় মগ্ন রাজনের শিক্ষক

কীসের তাগিদে অখ্যাত আদিবাসী গ্রামে তিন দশক কাটিয়ে দিলেন পিএইচডি ইঞ্জিনিয়ার?

This PhD Holder Who Taught Raghuram Rajan, Has Served Remote Indian Villages
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 2:35 pm
  • Updated:September 13, 2016 6:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে অযত্নে বেড়ে ওঠা কাঁচাপাকা দাড়ি৷ প্রায় অনাবৃত দেহ৷  কাঠফাটা রোদে গ্রামের রাস্তায় সাইকেল চালিয়ে আসা-যাওয়া করেন৷ আস্তানা বলতে একচিলতে একটা ঘর৷ আর সম্পত্তি বলতে নিজের হাতে পোঁতা কিছু গাছ৷ যার ফলমূল খেয়েই ৩২ বছর ধরে দিন গুজরান হচ্ছে অলোক সাগরের৷

এই পরিচয়েই হয়তো বাকি জীবনটাও কেটে যেত মধ্যপ্রদেশের বেতুল জেলার অখ্যাত কোচামু গ্রামের প্রৌঢ়ের৷ যদি না ভোটের জন্য তাঁর শিকড়ের খোঁজ করত জেলা প্রশাসন৷ অতীতের কোনও রেকর্ডই মিলছিল না আদিবাসীগ্রামের বাসিন্দার৷ শেষমেশ যখন মিলল, সবার চোখ কপালে ওঠার জোগাড়৷

Advertisement

শীর্ণকায় এই লোকটি আইআইটি দিল্লি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার৷ আমেরিকার হিউসটন বিশ্ববিদ্যালয়ের স্নাতোকত্তর ও পিএইচডি ডিগ্রি রয়েছে তাঁর৷ আশির দশকে রাজধানীতে ফিরে দীর্ঘদিন দিল্লির আইআইটিতে শিক্ষকতাও করেছেন অলোক৷ রাজধানীর অনেক হেভিওয়েট নামও রয়েছে তাঁর শিষ্যদের তালিকায়৷ যাঁদের একজন সদ্য প্রাক্তন হওয়া রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন৷

গাড়ি-বাড়ি সব ছেড়েছেন অলোক৷ মাটির টানে পড়ে আছেন অখ্যাত আদিবাসী গ্রামে৷ কারণ তাঁর বিশ্বাস, বিদ্যে-বুদ্ধির বহর দেখানোর চাইতে, মানুষের জন্য কাজ করা বেশি প্রয়োজন৷ এই প্রয়োজনেই তিন দশক ধরে আদিবাসীদের সঙ্গে বাস করছেন৷ বিদ্যুৎহীন গ্রামে একাই লাগিয়েছেন প্রায় ৫০,০০০ গাছ৷ আদিবাসীদের বুঝিয়ে চলেছেন জীবনের মাহাত্ম্য, প্রকৃতির ভারসাম্যের প্রয়োজনীয়তা৷

971383574

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement