সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপের মতো কঠিন প্রশ্ন তুলে দিচ্ছে আধুনিক মানুষের মোবাইল আসক্তি।যার জেরে মর্মান্তিক ঘটনার সাক্ষী হল এবার বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। বাবা-মা মোবাইল ঘাঁটতে বারণ করায় অভিমানে সাত তলা থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হল এক কিশোরী। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত শুক্রবারের, মুম্বইয়ের মলাডের মালবণী এলাকার। মা-বাবার উপরে রাগ করে সাত তলা ঝাঁপ দেয় ১৫ বছরের ওই কিশোরী। পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান, কিশোরী সারাক্ষণ মোবাইল ফোনে মেতে থাকত, এই নিয়ে মা-বাবা বকাবকি করতেন। ফোন ছেড়ে পড়াশোনায় মন দিতে বলতেন। যদিও কিশোরী ঘুরেফিরে নিজের মতো চলত। এদিনও একই ঘটনা ঘটে। কিন্তু বচসার পর মেয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নেন মা-বাবা। এরপরই অভিমানে সে বাড়ির সাত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুধুই মোবাইল আসক্তি এবং বকাঝকার কারণেই আত্মহত্যা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ আধিকারিকরা জানয়েছেন, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হলেই মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.