Advertisement
Advertisement
Ratan Tata

ফের রতন টাটাকে ভারতরত্ন দেওয়ার দাবি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি সাংসদের

জনহিতৈষী শিল্পপতিকে ভারতরত্ন দিন, দাবি অন্ধ্রের সাংসদের।

This MP demands Bharat Ratna for Ratan Tata and writes to President of India | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 29, 2022 10:03 am
  • Updated:December 29, 2022 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রতন টাটাকে (Ratan Tata) ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার দাবি নতুন না। এমনকী বছর খানেক আগে টাটা গোষ্ঠীর প্রাক্তন সর্বময় কর্তা জানান, তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি বন্ধ হোক। যদিও সেই দাবি নতুন করে তুললেন এবার ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress) পার্টির সাংসদ রঘু রামকৃষ্ণ রাজু (Raghu Ramakrishna Raju)। জানা গিয়েছে, ইতিমধ্যে তিনি এই বিষয়ে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu)। ওই চিঠিতে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শাসক দলের সাংসদ উল্লেখ করেছেন, পৃথিবীতে বহু ধনকুবের আছেন, কিন্তু সাধারণ জনজীবনে রতন টাটার প্রভাব অনস্বীকার্য। ব্যবসা ক্ষেত্রে তিনি একজন কিংবদন্তি।

রাজু অন্ধ্রপ্রদেশের নারাসাপুরামের সাংসদ। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, “এই পৃথিবীতে অনেক ধনকুবের জন্ম নেবেন কিন্তু যাঁরা স্থায়ী প্রভাব ফেলেন তেমন একজন হলেন অসাধারণ শিল্পপতি রতন টাটার মতো মানুষ।” রাজুর মতো, “রতন টাটা ভারতরত্ন পাওয়ার যোগ্য কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি একজন জনহিতৈষী কোটিপতি।” রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অন্ধ্রের সাংসদ দাবি জানিয়েছেন, “মানবিকতা তথা সমাজসেবাকে উৎসাহ দিতে রতন টাটাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।”

Advertisement

[আরও পড়ুন: ‘ঈশ্বরের আপন দেশে’ পপুলার ফ্রন্টের জেহাদ! ৫৬টি জায়গায় অভিযান NIA-র]

গত অক্টোবরেই আরএসএসের (RSS) সংগঠন ‘সেবা ভারতী’ বর্ষীয়ান শিল্পপতিকে ‘সেবা রত্ন’ সম্মান প্রদান করেছে। জনহিতে নিঃস্বার্থে কাজ করার জন্য আরও ২৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছিল। যদিও শারীরিক কারণে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি প্রবীণ শিল্পপতি। এবার ওয়াইএসআর কংগ্রেস নেতার ভারতরত্নের দাবিতে কী প্রতিক্রিয়া দেন টাটা, সেটাই দেখার। 

[আরও পড়ুন: কোভিড নেগেটিভ না হলে ঢোকা যাবে না ভারতে, ৬ দেশের যাত্রীদের জন্য নিয়ম আনছে কেন্দ্র

এর আগে মোটিভেশনাল স্পিকার ড. বিবেক ভিন্দ্রা টুইটারে দাবি করেছিলেন, দেশের প্রতি অবদানের জন্য রতন টাটাকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়া উচিত। এই দাবি জানিয়ে একটি হ্যাশট্যাগ প্রচার শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। রাতারাতি সেটি ট্রেন্ডিং হয়েছিল। বিবেকের সুরে সুর মিলিয়েছিলেন বহু নেটিজেন। এরপরেই রতন টাটা টুইট করে আরজি জানিয়েছিলেন, এমন দাবি তোলা বন্ধ করুন নেটিজেনরা। তিনি লিখেছিলেন, ”একটি অ্যাওয়ার্ডের দাবিতে সোশ্যাল মিডিয়ার একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমার বিনীত অনুরোধ, এই ধরনের প্রচার বন্ধ হোক। আমি ভাগ্যবান যে, ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরেছি।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement