Advertisement
Advertisement

সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে খুলল মসজিদের দরজা

দিনে ৪০-৪৫ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষার আয়োজন৷

This mosque is open for all religions, operates as health care
Published by: Kumaresh Halder
  • Posted:November 14, 2018 12:59 pm
  • Updated:November 14, 2018 12:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে যখন ধর্মীয় বিভাজনের রাজনীতি ছড়িয়ে ভোটের বাক্সে প্রভাব ফেলার চেষ্টা চলছে, ঠিক তখনই ধর্মীয় গোঁড়ামির ঊর্ধ্বে উঠে সাধারণ বস্তিবাসীর জন্য খুলে দেওয়া হল মসজিদের দরজা৷ ধর্মচর্চার পাশাপাশি স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে চমক দিল তেলেঙ্গানার অনামী মসজিদ কর্তৃপক্ষ৷ এই প্রথম হায়দরাবাদের কোনও মসজিদে সর্বধর্মের মানুষের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে৷ স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ও মসজিদ কমিটির উদ্যোগে এই শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে৷

[শীর্ষকর্তাদের অনুপস্থিতিতে দিশেহারা সিবিআই, থমকে মালিয়া-চোকসিদের তদন্ত]

Telangana: A community healthcare centre has been opened at Masjid-e-Ishaq mosque in Hyderabad by an NGO Helping Hand Foundation. Its Managing trustee says “It’s surrounded by 9 slum areas. Response has been very good. There is no religion bar, it is open for everybody.” (13.11) pic.twitter.com/yUCRwt3C1s

Advertisement

— ANI (@ANI) November 14, 2018

 

মসজিদ-ই-ইসহাক তরফে জানানো হয়েছে, ধর্মীয় বিভাজন ভুলে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ট্রাস্টি বোর্ডের প্রধান মুজতবা আনসারি বলেন, ‘‘স্বাস্থ্যসেবা কেন্দ্রে গড়ে তোলার জন্য স্থান নির্বাচন নিয়ে সমস্যা হচ্ছিল৷ সেই সমস্যা কাটিয়ে এলাকার সাধারণ মানুষের কথা ভেবে মসজিদেই স্বাস্থ্য পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়৷’’

[নেহেরুর জন্যই চা-ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, মোদিকে কটাক্ষ থারুরের]

এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার এক কর্তা বলেন, ‘‘গত ১৩ বছর আমরা স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছি৷ আমরা ৩০টি হাসপাতালের মধ্যে যোগাযোগ রেখে এই কাজ রাজ্যের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি৷ এলাকার গুরুত্ব বুঝে এই এলাকায় শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরে, মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা দিনে ৪০-৪৫ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করতে পেরেছি৷’’

[মুম্বইয়ের আন্ধেরিতে বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত শিশু-সহ ২]

হায়দরাবাদ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ছোট একটি মসজিদ৷ ৯টি বসতিতে প্রায় দেড় লক্ষ মানুষের বসবাস৷ দারিদ্রসীমার নিচে বসবাসকারী এই এলাকা স্বাস্থ্য পরিষেবায় বেশ পিছিয়ে৷ বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণের পর এই এলাকায় শিবির তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রথমে স্থান নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিলেও এগিয়ে আসেন মসজিদ কর্তৃপক্ষ৷ সাধারণ বস্তিবাসীর জন্য মসজিদের মধ্যেই খোলা হয় বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা শিবির৷

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement