সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রণব মুখোপাধ্যায়ের পর রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা কে হবেন, তা নিয়ে কৌতুহল ক্রমশই বাড়ছিল। রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করার জন্য এনডিএ-র ওপর চাপ বাড়াচ্ছিল বিরোধী দলগুলিও। কিন্তু, শাসকদল কাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করবে, তা কেউই আন্দাজ করতে পারেননি। তবে মাসখানেক আগে টুইটারে ললিত মিশ্র নামে এক ব্যক্তি বলেছিলেন, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে ‘ডার্কহর্স’ বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ। আর এখন নেটদুনিয়ায় কার্যত সেলিব্রিটি হয়ে গিয়েছেন তিনি। টুইটারে ললিত মিশ্রকে অভিনন্দন জানিয়েছেন বহু মানুষ।
[বয়স ৯৮, যোগের কেরামতিতে এখনও তাক লাগাচ্ছেন ইনি]
প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, আরএসএস প্রধান মোহন ভাগবত। রাইসিনা হিলসের পরবর্তী বাসিন্দা হিসেবে অনেকের নামই শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত এঁদের সকলকেই টেক্কা দিলেন রামনাথ কোবিন্দ। হিসেবের বাইরে থাকা অপেক্ষাকৃত কম পরিচিত এই দলিত নেতাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে বড়সড় চমক দিল বিজেপি। সোমবার বিজেপি সভাপতি অমিত শাহ রাষ্ট্রপতি পদপ্রার্থীর ঘোষণার করার আগে পর্যন্ত কিছুই টের পাননি তাবড় তাবড় বিরোধী নেতারাও। বস্তুত, শাসকদলের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হতে চলেছেন, তা নাকি বিজেপিরই অনেক নেতা জানতেন না বলে খবর। কিন্তু বিহারের সদ্য প্রাক্তন রাজ্যপাল যে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারেন, তা অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন ললিত মিশ্র নামে এক ব্যক্তি।
[গাড়িতে উলটো জাতীয় পতাকা, বিতর্কে মুখ্যমন্ত্রী]
জানা গিয়েছে, গত ১৫ জুন টুইটারে বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হতে পারেন, তা নিয়ে একটি জনমত সমীক্ষা করেন এক সাংবাদিক। রামনাথ কোবিন্দ তো ননই, ওই জনমত সমীক্ষায় সম্ভাব্য রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কারোওরই নাম উল্লেখ করা হয়নি। সেই জনমত সমীক্ষাতেই অংশ নিয়েছিলেন ললিত মিশ্র। জানিয়েছিলেন, তাঁর মতে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে ‘ডার্কহর্স’ বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ।
[লখনউয়ে মোদি, লাদাখে সেনা, যোগের সূত্রে বাঁধল গোটা দেশ]
ঘটনাচক্রে, সোমবার শাসকদলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে রামনাথ কোবিন্দেরই নাম ঘোষণা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার টুইটারে ললিত মিশ্রকে অভিনন্দন জানিয়েছে বহু মানুষ। কেউ তাঁকে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন, আবার কেউ বলেছেন, ললিত মিশ্র যদি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অংশ নেন, তাহলে তিনি কোটি টাকা জিতে নেবেন।
I think Bihar governor Mr Ramnath Kovind is also a dark horse
— Lalit Mishra (@lalit_kmishra) 16 June 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.