বাদলের উপর হামলার পর নারায়ণ সিং চৌরা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সকালে অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দির কেঁপে উঠল গুলির শব্দে। শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপরে গুলি চালান এক বৃদ্ধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম নারায়ণ সিং চৌরা। প্রশ্ন হল, কে এই ব্যক্তি? কেনই বা সুখবীরের উপর হামলা চালালেন তিনি? খলিস্তানি জঙ্গিদের নিয়ে ভারত-কানাডা সংঘাতের মধ্যে স্বর্ণমন্দিরে বারুদের গন্ধে অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা। অনেকের মনে পড়ছে, আট ও নয়ের দশকে পাঞ্জাবের রক্তঝরা দিনগুলি। গুলজারের ‘মাচিস’ ছবির প্রেক্ষাপট।
বাদলের উপর হামলা চালানো নারায়ণ সিং চৌরার পরিচয় জানলে চমকে উঠতে হয়। অমৃতসর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা তিনি। নারায়ণ একজন প্রাক্তন খলিস্তানি জঙ্গি। তাঁর বিরুদ্ধে ভূরি ভূরি মামলা রয়েছে। ৬৮ বছর বয়সি নারায়ণের অপরাধ জগতে হাতেখড়ি যুবক বয়সে। ১৯৮৪ সালে পাকিস্তানে যান তিনি। সেখান থেকে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক পাচারের কাজ শুরু করেন।
তখন থেকেই পাঞ্জাব পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় চৌরা। গত শতাব্দীর নয়ের দশকে দেশে ফিরে পঞ্জাবের অমৃতসর, তরন তারন এবং রোপার জেলায় বহু অপারধমূলক কাজে যুক্ত হন। ২০০৪ সালে চাঞ্চল্যকর বুড়াইল জেল ভাঙার ঘটনায় ‘মূল ষড়যন্ত্রকারী’ও এই ব্যক্তি। ৯৪ ফুট সুড়ঙ্গ খুঁড়ে জেল ভেঙে পালায় বাব্বর খালসা-র আন্তর্জাতিক জঙ্গি জগতার সিং হাওয়ারা, পরমজিৎ সিং ভেওরা এবং তাঁদের দুই সহযোগী জগতার সিং তারা ও দেবী সিং। নারায়ণের ষড়যন্ত্রেই যা সফল হয়েছিল।
দীর্ঘদিন পর যেন মাটি ফুঁড়ে উঠলেন খলিস্তানি জঙ্গি চৌরা! ঠিক সেই সময়, যখন খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত-কানাডা সম্পর্ক তলানিতে। কানাডা সরকার নিজ্জর হত্যায় অভিযুক্ত করেছে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’কে। এমনকী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও অভিযুক্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, খলিস্তানিপন্থী শিখ সম্প্রদায়ের ভোটবাক্সকে নজরে রেখেই কানাডার রাষ্ট্রপ্রধানদের দিল্লি বিরোধী কৌশল।
এই আবহে শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর প্রাণঘাতী হামলা, পবিত্র স্বর্ণমন্দিরে গুলি চালানোর ঘটনায় নিহত খলিস্তানি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের স্মৃতি উসকে উঠেছে। যিনি বিপুল অস্ত্রশস্ত্র, দলবল নিয়ে অমৃতসরের স্বর্ণমন্দিরের ভিতরে ঘাঁটি গাড়লে, ১৯৮৪ সালের ১ জুন ‘অপারেশন ব্লু স্টার’ চালানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সরকার। ভারতীয় সেনার হামলায় ভিন্দ্রানওয়ালে মুক্ত হয় শিখদের পবিত্র তীর্থ স্বর্ণমন্দির। ১৯৮৪ সালের অক্টোবর মাসে দুই শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা। অন্যতম হত্যাকারী সতবন্ত সিং জেরায় জানিয়েছিলেন, পবিত্র তীর্থস্থলে সেনা অভিযানের প্রতিশোধ নিতেই এই পদক্ষেপ করেছিলেন তাঁরা।
রক্ত আর বারুদের গন্ধে ভরা সেই দিনগুলি ফিরে না এলেই মঙ্গল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.