Advertisement
Advertisement
Karnataka

‘ওরা জীবিত থাকবে না’, টিপু সুলতানের সমর্থকদের হত্যার নিদান দিয়ে বিতর্কে বিজেপি নেতা

আগেও টিপুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিজেপি নেতা।

This Karnataka BJP Chief says, Followers Of Tipu Sultan
Published by: Kishore Ghosh
  • Posted:February 15, 2023 7:14 pm
  • Updated:February 15, 2023 7:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে (Karnataka) বিধানসভা ভোটের আগে ‘বেঁচে উঠেছেন’ আঠারো শতকের মাইসুরু অধিপতি টিপু সুলতান (Tipu Sultan)। তাঁকে নিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন রাজ্য বিজেপির প্রধান নালিন কুমার কাতিল। সরাসরি হুমকি দিলেন, টিপুর সমর্থকদের বেঁচে থাকার অধিকার নেই। ভরা সভায় জনতাকে গেরুয়া নেতার পরামর্শ, টিপুর সমর্থকদের ‘হত্যা করুন’। এইসঙ্গে মাইসুরের আঠারো শতকের শাসকের উত্তরসূরিদের নির্বাসনে পাঠানোরও নিদান দিলেন তিনি।

ফেব্রুয়ারির শুরুতেই মাইসুরুর ঐতিহাসিক শাসককে জরিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কাতিল। বলেছিলেন, “এবারের বিধানসভা নির্বাচন টিপু বনাম সাভারকরের নির্বাচন। ওরা (কংগ্রেস) টিপু জয়ন্তী করছে, সাভারকরকে নিয়ে খারাপ কথা বলছে। এটা মানা যায় না।” এদিন কোপ্পাল জেলার ইয়ালাবুর্গার জনসভায় বিজেপি (BJP) নেতা বলেন, “আমরা ভগবান রাম ও হনুমানের ভক্ত। ভগবান হনুমানের কাছে প্রার্থনা করি, তাকে প্রণাম জানাই। আমরা টিপুর উত্তরসূরি নই। ওদের (টিপু সমর্থকদের) ঘরের ভেতর ঢুকিয়ে দিন।”

Advertisement

[আরও পড়ুন: জীবিকার সুবিধায় সীমান্তবর্তী গ্রামগুলিতে তৈরি হবে সমবায়, ৪ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের]

এর পরেই নালিন কুমার কাতিল বলেন, “আমি এখানকার মানুষের কাছে প্রশ্ন করছি, আপনি ভগবান হনুমানের পুজো করেন নাকি টিপুর পুজো করেন। তাহলে কি টিপুর অনুগামীদের জঙ্গলে নির্বাসনে পাঠাবেন? ভেবে দেখুন। এই রাজ্যে ভগবান হনুমানের ভক্ত নাকি টিপুর বংশধরদের প্রয়োজন? আমি চ্যালেঞ্জ করছি– যাঁরা টিপুর অনুগামী তাঁরা এই মাটিতে (কর্ণাটকে) জীবিত থাকবেন না।” উল্লেখ্য, ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে কর্ণাটকে প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ। তিনি ‘টিপু ভার্সেস হনুমান’ মন্তব্য করেন। এদিন সেই সুরই শোনা গেল রাজ্য বিজেপির শীর্ষ নেতার মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement