Advertisement
Advertisement

হঠাৎ কেন বিখ্যাত গোয়ার এই জেল?

উঁহু! গল্পকথাকে হার মানানো জেল পালানোর কোনও ঘটনা ঘটেনি এখানে। বা ভুতুড়ে কোনও উপদ্রবও জড়িয়ে নেই গোয়ার এই আগুয়াডা জেলের অনুষঙ্গে।

This jail in Goa is set to become famous, and you won't believe why!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 19, 2016 4:53 pm
  • Updated:May 19, 2016 5:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উঁহু! গল্পকথাকে হার মানানো জেল পালানোর কোনও ঘটনা ঘটেনি এখানে। বা ভুতুড়ে কোনও উপদ্রবও জড়িয়ে নেই গোয়ার এই আগুয়াডা জেলের অনুষঙ্গে।
তার পরেও যে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে গোয়ার এই জেল, তার কারণ একটাই। আগুয়াডা জেল এবার যুক্ত হতে চলেছে ভারতের পর্যটন মানচিত্রে।
আগুয়াডা জেল এবং তার চারপাশ অবশ্য অনেক দিন ধরেই পর্যটকদের দৃষ্টি কেড়েছে। ‘দিল চাহতা হ্যায়’ ছবিতেও উঠে এসেছিল এই জেলের পাশের এক টুকরো অংশ। গোলাকৃতি সেই বারান্দার মতো জায়গায় দাঁড়ালেই দেখা যায় সমুদ্রের দিগন্ত-বিস্তৃত রূপ। চোখে পড়ে গোয়ার কিছু অংশের বার্ডস আই ভিউও!
এই পর্যন্তই এত দিন পা রাখার অনুমতি ছিল পর্যটকদের। সমুদ্রের বুকে ঝুঁকে থাকা এই কয়েদখানা সম্পর্কে অচরিতার্থ কৌতূহল নিয়েই ফিরতে হত তাঁদের।


এবার সেই ছবিটা বদলে যেতে চলেছে। প্রশাসন এবং গোয়া টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগে জেল এবার বদলে যেতে চলেছে মিউজিয়ামে।
তবে, জেলকে মিউজিয়ামে বদলে ফেলার কারণ নেহাতই প্রাকৃতিক সৌন্দর্য নয়। গোয়ার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে আগুয়াডা জেল। ঠিক যে কারণে আন্দামানের সেলুলার জেল এখন পরিণত হয়েছে মিউজিয়ামে, সেই ভাবেই বদলে ফেলা হচ্ছে আগুয়াডা জেলকেও।
জানা গিয়েছে, এর মধ্যেই আগুয়াডা জেলের কয়েদিদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্য একটি জেলে। আপাতত, পুরোদমে সংরক্ষণের কাজ চলছে। জেলের সেল, করিডর, দেওয়াল, ফোয়ারা- সবই সেজে উঠছে। নতুন ভাবে বসছে আলোর লাইন। চলছে একটি আন্তর্জাতিক মানের কাফেটেরিয়া তৈরির কাজও।
সেই কাজ শেষ হলেই আগুয়াডা জেল তার দরজা খুলে দেবে পর্যটকদের জন্য।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement