Advertisement
Advertisement

জানেন, মাত্র ৯ দিনে কত টাকা রোজগার করেন এই সংগীতশিল্পী?

জানলে চমকে যাবেন।

This is what Falguni Pathak is going to earn on Navratri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2017 3:21 pm
  • Updated:October 4, 2019 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়ের দশকের জনপ্রিয় জঁর ইন্ডিপপ। ইন্ডিপপের সেই দুনিয়ার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ফাল্গুনী পাঠক। তাঁর প্রথম ভিডিও অ্যালবামই সাড়া ফেলেছিল সংগীতের দুনিয়ায়। গান ছাড়াও ছেলেদের পোশাকে ফাল্গুনীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া। তাঁর গানে তাল মিলিয়েছিল সারা দেশের যুবক-যুবতীরা। মিষ্টি গলার সেই গায়িকা কালের নিয়মে মুছে গেছেন বলিউডের প্রথম সারি থেকে। কিন্তু এখনও তাঁর অনেক গান সমান জনপ্রিয়। নতুন অ্যালবাম রিলিজ না করলেও তিনি কিন্তু হারিয়ে যাননি। এখনও লাইভ শোতে তিনি এই প্রজন্মের গায়ক গায়িকাদের মতো সমান জনপ্রিয়।

[কবে বিয়ে করছেন? কী উত্তর অভিনেত্রী রাইমা সেনের?]

Advertisement

falguni-pathak-1

বরাবরই তাঁর এই জনপ্রিয়তা চোখে পড়ে নবরাত্রির সময়ে। নবরাত্রির নয়দিনে জমিয়ে শো করেন ফাল্গুনী। ডান্ডিয়া উৎসবে তাঁর চাহিদা থাকে তুঙ্গে। এখনও তাঁর ভক্তের সংখ্যা অগুণতি। আর এই নয়দিনেই কোটি টাকা রোজগার করেন এই গায়িকা। জানা গিয়েছে, বছরের ওই নয়দিনে ফাল্গুনীর রোজগার ২ কোটি ৮ লক্ষ টাকা। কর বাদ দিয়ে তিনি হাতে পান ১ কোটি ৭৫ লক্ষ টাকা। হিসেব মতো এই ন’দিনে তাঁর প্রতিদিনের রোজগার প্রায় ১৯ লক্ষ টাকা। তাই সারাবছর আর কোনও শো না করলেও দিব্যি চলে যায় এই ডান্ডিয়া ক্যুইনের। এবছর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে নবরাত্রি, তারই প্রস্তুতিতে আপাতত ব্যস্ত ফাল্গুনী।

[ব্যক্তির মর্যাদা নিয়ে ছিনিমিনি, কড়া সমালোচনার মুখে টুইঙ্কল]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement