Advertisement
Advertisement

মানচিত্রেই লুকিয়ে দেশের আর্থ-সামাজিক চালচিত্র!

একবার ভাল করে চোখ বুলিয়ে নিন এই মানচিত্রে। অনেক নতুন তথ্য আপনার হাতে আসবে- বাজি রেখে বলা যায়!

This Is What A Google Autocomplete Map Of India Would Look Like. And It'll Really Open Your Mind
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 12, 2016 1:09 pm
  • Updated:July 12, 2016 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানচিত্র এমনিতেই বিস্ময়কর! প্রতিনিয়ত সে বদলাতে থাকে। এক যুগ থেকে অন্য যুগের মানচিত্র তাই স্বাভাবিক ভাবেই আলাদা। দেশ যতই এক হোক না কেন!
কিন্তু সম্প্রতি ভারতের যে নতুন মানচিত্রটি চোখের সামনে এল, তা দেখলে চোখ কপালে উঠবে। কেন না, এবার এই মানচিত্র রাজনৈতিক ভূখণ্ডের নিরিখে তৈরি হয়নি। তৈরি হয়নি সরকারি মর্জি অনুসারেও! ভারতের এই নতুন মানচিত্র সর্বতোভাবেই গণতান্ত্রিক। ভীষণ ভাবে তা জনতার মানসিকতা-নির্ভর!
এই ফাঁকে বলে রাখা ভাল, ভারতের এই নতুন মানচিত্রটি তৈরি করেছেন কুট্টনপিল্লা নামে এক ব্যক্তি। রেডিট সার্ভার ব্যবহার করে তিনি তৈরি করেছেন এই মানচিত্রটা। বলা হচ্ছে, এটাই ভারতের প্রথম গুগল অনুসারী অটো-কমপ্লিট মানচিত্র।

map1_web
মানচিত্রটিতে দেখা যাচ্ছে, ভারতের একেকটি রাজ্যকে একেকটি বিশেষণে চিহ্নিত করা হয়েছে। এই বিশেষণ দিয়ে রাজ্যকে চিহ্নিত করার ফন্দিটা কুট্টনপিল্লা পেয়েছেন গুগল সার্চের ব্যবহার দেখে।
যেমন, হামেশাই মানুষ গুগলে সার্চ করে জানতে চান, ভারতের কোন রাজ্য সব চেয়ে গরিব! বা কোন রাজ্য দ্বিধাবিভক্তির সম্মুখীন! জনতার এই মানসিকতারই প্রতিফলন ঘটেছে এই মানচিত্রে।
একবার ভাল করে চোখ বুলিয়ে নিন এই মানচিত্রে। অনেক নতুন তথ্য আপনার হাতে আসবে- বাজি রেখে বলা যায়!

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement