Advertisement
Advertisement

আঠারো বছর পর সবচেয়ে সফল বাদল অধিবেশন দেখল সংসদ

পেশ হয়েছে ২০টি বিল, পাশ হয়েছে ১৮টি৷

This is the most successful monsoon session since 2000
Published by: Tanujit Das
  • Posted:August 11, 2018 1:27 pm
  • Updated:August 11, 2018 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বাদল অধিবেশনে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পেশ হয়েছে অনাস্থা প্রস্তাব৷ অসমের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে এই অধিবেশনেই উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ৷ বারবার মুলতুবি হয়েছে অধিবেশন৷ কিন্তু সমীক্ষার বলছে, ২০০০-এর পর থেকে চলতি বছরের বাদল অধিবেশনই সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করেছে লোকসভা ও রাজ্যসভা৷ পেশ হয়েছে ২০টি বিল, পাশ হয়েছে ১৮টি৷

[পাতা কুড়িয়ে আয় ৯৭ হাজার, বুড়ো হাড়ে ভেলকি দেখালেন আদিবাসী বৃদ্ধা]

Advertisement

জানা গিয়েছে, চলতি অধিবেশনে ১১০ শতাংশ কাজ হয়েছে লোকসভায় ও ৬৬ শতাংশ কাজ হয়েছে রাজ্যসভায়৷ যা রেকর্ড৷ চলতি মরশুমে পেশ হওয়া বিলগুলির মধ্যে সবচেয়ে কম সংখ্যক, মাত্র ২৬ শতাংশ বিল পাঠান হয়েছে পার্লামেন্টারি কমিটিতে৷ গত দু’বারের বাদল অধিবেশনে যে সংখ্যাটা ছিল যথাক্রমে ৭১ শতাংশ ও ৬০ শতাংশ৷ সমীক্ষা বলছে, এই মরশুমে সবচেয়ে বেশি বিল পেশ করেছে আইনমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷ গতবার যা ছিল অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক ও আইনমন্ত্রকের দখলে৷ ন্যাশনাল কমিশন ফর ব্যাকোয়ার্ড ক্লাস, এসসি/এসটি অ্যাক্টের মতো একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে৷ বিরোধীদের তোলা দলিত বিরোধী ভাবমূর্তি মুছে ফেলে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে যার সুফল ঘরে তুলতে বদ্ধ পরিকর কেন্দ্রের শাসকদল বিজেপি৷

[স্বাধীনতা দিবসের আগে রাজধানীর নিরাপত্তায় নামছে দেশের প্রথম মহিলা SWAT টিম]

প্রসঙ্গত, উনিশের লোকসভা নির্বাচনের আগে এই বাদল অধিনেশনকে কার্যকর করতে প্রথম থেকেই বদ্ধপরিকর ছিল কেন্দ্রের বিজেপি সরকার৷ সেলক্ষ্যে অধিবেশন শুরুর আগে থেকেই প্রচেষ্টা শুরু করে দেন নেতারা৷ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা৷ এমনকি প্রতিটি সাংসদকে নিজে চিঠি লিখে সংসদ শান্ত রাখার অনুরোধ করেন স্পিকার সুমিত্রা মহাজন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement