Advertisement
Advertisement

নোট বাতিলের ক্ষতে মলম, বাজেটে বিপুল কর ছাড়ের ইঙ্গিত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এতে আখেরে লাভ হবে সৎ নাগরিকদেরই। এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে সাধারণ দেশবাসীর। বাজেটে বিপুল পরিমাণ কর ছাড় মিলতে পারে, এমনটাই দাবী একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।আরও পড়ুন:‘এ তো ওদের পুরনো অভ্যাস’, এবার অমিত শাহকে তুলোধোনা আম্বেদকরের নাতিরলঞ্চযাত্রীদের সকলে পাননি লাইফ জ্যাকেট! মুম্বইয়ে দুর্ঘটনায় স্পিডবোট চালকের বিরুদ্ধে […]

 This is how your new income tax slabs may look after Budget of 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 6:53 pm
  • Updated:December 19, 2016 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, এতে আখেরে লাভ হবে সৎ নাগরিকদেরই। এবার সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে সাধারণ দেশবাসীর। বাজেটে বিপুল পরিমাণ কর ছাড় মিলতে পারে, এমনটাই দাবী একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

চলতি কর কাঠামোয় ব্যাপক রদবদলের প্রস্তা।  জানা যাচ্ছে, ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর দিতে হবে না নাগরিককে। ৪-১০ লক্ষ টাকা উপার্জনের ক্ষেত্রে কর হবে ১০ শতাংশ। ১০-১৫ লক্ষ উপার্জনে কর ১৫ শতাংশ। উপার্জন ১৫-২০ লক্ষ হলে কর হবে ২০ শতাংশ। ২০ লক্ষেরও বেশি উপার্জনের ক্ষেত্রে কর ৩০ শতাংশ।

Advertisement

নোট বাতিলের পর থেকে সাধারণ মানুষে ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষত বেতনভুক কর্মীরা ছিলেন সমস্যায়। টাকা তোলার সীমা নির্ধারিত হওয়ায় বিপাকে পড়েছিলেন অনেকে। রাজনৈতিক মহলের আশঙ্কা ছিল, এর ফলে মধ্যবিত্তের মন উঠে যাবে শাসকদলে থেকে। তবে তা আগেভাগেই সে পথ বন্ধ করে দিতে বদ্ধপরিকর সরকার। আর তাই ইঙ্গিত করছাড়ের নতুন কাঠামোর। এই কাঠামো বাস্তবায়িত হলে মধ্যবিত্ত শ্রেণি বিশেষ চাকুরিজীবীরা খুশি হবেন তা বলাই বাহুল্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement