Advertisement
Advertisement

জানেন, যৌবনে কেমন দেখতে ছিলেন এই তাবড় রাজনীতিবিদরা?

দেখে নিন যৌবনকালে তাঁরা ঠিক কেমন দেখতে ছিলেন৷

This is how the political big guns looked in their younger days
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 27, 2017 2:03 pm
  • Updated:February 27, 2017 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌবনে কেউ ছিলেন বিখ্যাত অর্থনীতিবিদ, কেউ আবার ছিলেন টেলিভিশনের ভীষণ পরিচিত মুখ৷ কেউ আবার সমাজসেবার মধ্যে দিয়েই জীবন কাটিয়ে দিতে চেয়েছিলেন৷ কিন্তু সময় পাল্টেছে৷ সময়ের জল তাঁদের প্রত্যেকেই একই আঙিনায় এনে দাঁড় করিয়েছে৷ সেই আঙিনা হল রাজনীতির আঙিনা৷ আর এখানেই তাঁরা তৈরি করে নিয়েছেন নিজেদের স্বতন্ত্র পরিচয়৷ পুরনো পরিচয়কে ফিঁকে করে দিয়ে তাঁদের রাজনৈতিক পরিচিতিই হয়ে উঠেছে জগদ্বিখ্যাত৷

এমনই কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি রইল এই প্রতিবেদনে৷ দেখে নিন যৌবনকালে তাঁরা ঠিক কেমন দেখতে ছিলেন৷

Advertisement

নরেন্দ্র মোদি: স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ নরেন্দ্র মোদির বরাবরের স্বপ্নই ছিল মানুষের সেবা করা৷ আর সেই ইচ্ছার বশবর্তী হয়েই অল্প বয়সে ঘর ছেড়েছিলেন তিনি৷ বর্তমানে তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দেশ চালাচ্ছেন৷

16996832_1253999554685673_1584207325_n

সুষমা স্বরাজ: পেশায় তিনি ছিলেন একজন আইনজীবী৷ কিন্তু অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল দেশের বর্তমান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের৷ ইন্দিরা গান্ধীর পর তিনিই ভারতের মহিলা বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন৷

17012503_1253999528019009_302536554_n

স্মৃতি ইরানি: প্রথম জীবনে মিউজিক ভিডিওতে কাজ, তারপর হিন্দি মেগা সিরিয়ালে জমিয়ে কাজ করে গিয়েছেন স্মৃতি ইরানি৷ অভিনয়ের পর পাকাপাকিভাবে যখন রাজনীতিতে এলেন স্মৃতি তখন তাঁর পূর্ব পরিচিতি প্রায় ভুলেই গেলেন মানুষ৷ দক্ষ রাজনীতিবিদ হিসাবে নিজের দায়িত্ব সামলাচ্ছেন তিনি৷

17005865_1253999511352344_733193715_n

মনমোহন সিং: অর্থনীতিবিদ হিসাবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের৷ যৌবনে মনমোহন সিং এবং তাঁর স্ত্রী কেমন দেখতে ছিলেন তা রইল এই প্রতিবেদনে৷

16996762_1253999538019008_1675807542_n

মুলায়ম সিং যাদব: সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে যৌবনকালে দেখলে বর্তমানের ছবির সঙ্গে মিলিয়ে নেওয়া বেশ কঠিন৷

17006176_1253999504685678_948631351_n

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement