Advertisement
Advertisement

Breaking News

Manipur

মণিপুর রাজভবনের অদূরে কলেজের গেটের সামনে গ্রেনেড! সঙ্গে ‘ফ্যাসিবাদ’ বিরোধী বার্তা

এখনও জানা যায়নি কে বা কারা কলেজের গেটের কাছে গ্রেনেড রেখে গিয়েছিল।

This Hand Grenade Found At College Gate In Manipur
Published by: Kishore Ghosh
  • Posted:October 28, 2024 9:05 pm
  • Updated:October 28, 2024 9:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে হিংসা প্রায় নিয়ন্ত্রণে। এমন সময়ে রাজধানী ইম্ফলের এক কলেজ গেটের বাইরে মিলল একটি তাজা গ্রেনেড। কলেজটি আবার রয়েছে, রাজভবনের থেকে মাত্র ২০০ মিটার দূরে। এমন ঘটনায় স্বভাবতই উত্তরপূর্বের রাজ্যে নতুন করে আশঙ্কা দানা বেঁধেছে। কোথা থেকে এল গ্রেনেড? শুরু হয়েছে তদন্ত।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ইম্ফলের ঘনাপ্রিয়া মহিলা কলেজের। সেখানে গেটের কাছে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়াডও হাজির হয় ঘটনাস্থলে। তারাই উদ্ধার করে নিষ্ক্রিয় করে গ্রেনেডটিকে। গ্রেনেডের সঙ্গেই পাওয়া গিয়েছে কাগজে লেখা একটি বার্তা। যেখানে লেখা ছিল—ফ্যাসিবাদী শিক্ষা ব্যবস্থাকে বর্জন করুন। দরিদ্র সর্বহারা পড়ুয়াদের বিনামূল্যে শিক্ষার দাবির আন্দোলন চালানো হচ্ছে, এই আন্দোলনকে সম্মান করুন।

Advertisement

তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত জানা যায়নি কে বা কারা কলেজের গেটের কাছে গ্রেনেড রেখে গেল। পাশাপাশি কোনও গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে কলেজে তোলাবাজির অভিযোগ প্রকাশ্যে আসছে। অনেকে মনে করছেন, সাম্প্রতিক সময়ে মণিপুরের কলেজগুলি থেকে ‘তোলা’ আদায়ের যে অভিযোগ উঠেছে, সেই কাজের সঙ্গে যারা যুক্ত, এই কাজও তারাই করেছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement