Advertisement
Advertisement

কারও উপর রাগ মেটাতে চান? মনের সুখে ভাঙচুর করুন এখানে

কী ভাঙবেন। তাও বেছে নিন এই তালিকা দেখে।

This Gurgaon ‘Breakroom’ will let you Pay And Smash to release anger
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 12, 2017 1:26 pm
  • Updated:February 12, 2017 1:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন অতিষ্ঠ? ভ্যালেন্টাইনস ডে’র আগে প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে? ট্র্যাফিক জ্যাম। আবার অফিসে দেরি। বসও এসে দু’কথা শুনিয়ে গেলেন। রাগ গুলো সব জমতে জমতে ক্ষোভের পাহাড়ে পরিণত হয়েছে। মন হচ্ছে যেন পুরো পৃথিবীটাকে ভেঙে তছনছ করে দিতে পারলে শান্তি হত। আপনার জীবনে এই ধ্বংসাত্মক শান্তির চাহিদা পূরণ করতেই সম্প্রতি গুরগাঁওতে খুলেছে ‘ব্রেকরুম’। যেখানে  গিয়ে মনের সুখে ভাঙচুর করুন আর রাগ কমান।

জাপান, আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কোরিয়া

Advertisement

কথায় বলে রাগ নাকি মানুষের সবচেয়ে বড় শত্রু। এই রাগ-ক্ষোভ-হিংসার কবলে পড়েই বহু সাধারণ মানুষ অসাধারণ অপরাধ ঘটিয়ে ফেলেন। তাই মানুষের মনের এই বিপজ্জনক আবেগটিকে বাইরে বের করে এনে প্রশমিত করা খুবই প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই নিজের সঙ্গী অক্ষত গোয়েলের সঙ্গে মিলে এই ব্রেকরুম খুলেছেন সনওয়ারি গুপ্তা। নাম দিয়েছেন Ctrl.Shift.Esc।  যেখানে আপনি যা খুশি তাই ভেঙে নিজের রাগ কমাতে পারেন। এর জন্য রয়েছে বিশেষ মেনুও।

কী! বাড়িতে শৌচাগার নেই? তাহলে আপনার বিয়েও বন্ধ

e1f1272f-fe6b-4b56-9799-fc52e03e505c

ভাঙচুর করে রাগ কমানোর এই উপায় বিশ্বে ক্রমে জনপ্রিয় হয়ে উঠছে। টেক্সাস, মেলবোর্ন, টরন্টো, সার্বিয়ার মতো দেশেও এই ব্যবস্থা রয়েছে। ভারতে এমন কোনও সুবিধা এই প্রথম এবং নির্মাতাদের দাবি অল্প কয়েকদিনেই তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর নিরাপত্তা? সেই ব্যবস্থাও রয়েছে। ব্রেকরুমে ঢুকলেই আপনাকে দেওয়া হবে বিশেষ স্যুট। যা ভাঙবেন সেই অনুযায়ী থাকবে হেলমেটের ব্যবস্থাও।

প্রকাশ্যে এক মহিলার পোশাক ছেঁড়ার অভিযোগ উঠল স্বামী ওমের বিরুদ্ধে

Untitled-1

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement