Advertisement
Advertisement

Breaking News

Gujarat

শুধু ছুটির দিনে কাছে পান স্ত্রীকে, ‘স্বাভাবিক দাম্পত্যে’র দাবিতে আদালতের দ্বারস্থ স্বামী

পালটা যুক্তি দিলেন স্ত্রী।

This Gujarat Man Sues wife for the restitution of conjugal rights | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 17, 2023 6:16 pm
  • Updated:December 17, 2023 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইকেন্ড ওয়াইফ! শুধু ছুটির দিনেই কাছে পান। অন্য সময় বাপের বাড়িতে থাকেন স্ত্রী। এমনই অভিযোগ করে মামলা ঠোকেন স্বামী। ‘স্বাভাবিক দাম্পত্য’ জীবন চেয়ে আদলতের দ্বারস্থ হন যুবক। যদিও তরুণীর বক্তব্য, কাজের সূত্রে তাঁকে বাইরে থাকতে হয়। মাসে দুবার স্বামীর বাড়িতে যান, রাত্রিবাসও করেন। নিজের দাবির স্বপক্ষে গুজরাট হাই কোর্টে (Gujarat) মামলা করেছেন ওই তরুণী। প্রশ্ন উঠছে দাম্পত্যের ‘শর্ত’ পূরণ নিয়ে।

আদালত সূত্রে জানা গিয়েছে, গত বছর পরিবার আদালতে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছিলেন যুবক। তিনি দাবি করেন, স্ত্রী যেন প্রতি দিন তাঁর সঙ্গে থাকেন। হিন্দু বিবাহ আইনে দাম্পত্যের শর্ত পূরণে যার উল্লেখ রয়েছে। ওই যুবক আদালতকে আরও জানান, ছেলের জন্মের পর থেকে চাকরির দোহাই দিয়ে বাপের বাড়িতেই রয়েছেন স্ত্রী। কেবল মাত্র ছুটির দিনে স্ত্রী তাঁর সঙ্গে সময় কাটান। এমনটা কেন হবে? আরও অভিযোগ করেন, বাচ্চার শারীরিক সমস্যা উপেক্ষা করে নিজের কাজে ব্যস্ত থাকেন স্ত্রী।

Advertisement

 

[আরও পড়ুন: মানবিক প্রধানমন্ত্রী! বারাণসীতে নিজের কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্সকে পথ করে দিলেন মোদি]

প্রাথমিকভাবে পারিবারিক আদালতে নিজের বক্তব্য জানান তরুণী। দাবি করেন, স্বামীর অভিযোগ ভিত্তিহীন। কারণ, তিনি কাজে ব্যস্ত থাকলেও প্রতি মাসে দু’বার ছুটির দিনে স্বামীর বাড়ি গিয়ে থাকেন। যদিও পরিবার আদালত স্বামীর পক্ষে রায় দেয়। এর পরই পালটা গুজরাট হাই কোর্টে মামলা করেন তরুণী। যদিও দুপক্ষের বক্তব্য জানার পর হাই কোর্টের বিচারপতি ভিডি নানাবতীর প্রশ্ন, “স্বামী যদি স্ত্রীর সঙ্গে থাকতে চান, সেখানে ভুলটা কোথায়?” যদিও এখনও পর্যন্ত মামলার রায় দেয়নি আদালত। এই বিষয়ে স্বামীর বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি আগামী বছরের ২৫ জানুয়ারি।

 

[আরও পড়ুন: পেন্টহাউসে ডেকে অভিনেত্রীকে ধর্ষণ! শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে এফআইআর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement