Advertisement
Advertisement
Gujarat

চন্দ্রযান ৩-এর ল্যান্ডারের নকশা তাঁর তৈরি! ভুয়ো দাবির জেরে গ্রেপ্তার গুজরাটের যুবক

নিজেকে ইসরোর বিজ্ঞানী বলেও দাবি করেছিলেন যুবক।

This Gujarat Man Poses As Scientist Who Designed Chandrayaan-3 Lander is Arrested | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 30, 2023 11:03 am
  • Updated:August 30, 2023 11:03 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশ গবেষণায় দেশের ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ল্যান্ডার বিক্রম, যা পালকের গতিতে চাঁদের মাটি স্পর্শ করতেই হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে। গুজরাটের (Gujarat) এক যুবক দাবি করেছিলেন ওই ল্যান্ডারের নকশা তিনিই তৈরি করেছেন। স্বভাবতই এমন দাবিতে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। মঙ্গলবার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের দাবির স্বপক্ষে নথি পেশ করতে পারেননি তিনি।

সুরাটের বাসিন্দা ওই যুবকের নাম মিতুল ত্রিবেদী। বুধবার চন্দ্রযান ৩ (Chandrayaan 3) চাঁদে অবতরণ করার পর দিন অর্থাৎ বৃহস্পতিবার বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করেছিলেন, ইসরোর ল্যান্ডার বিক্রমের নকশা তাঁর তৈরি করা। নিজেকে ইসরোর বিজ্ঞানী বলেও দাবি করেছিলেন। মিতুল আরও দাবি করেন, চন্দ্রযান ২ প্রকল্পের সঙ্গেও যুক্ত ছিলেন। চন্দ্রযান ৩ প্রকল্পের জন্যও তাঁকে ডাকা হয়েছিল। ইসরোর তৈরি করা ল্যান্ডার ‘বিক্রম’-এর প্রাথমিক নকশায় বেশ কিছু বদল ঘটান তিনি।

Advertisement

[আরও পড়ুন: আকসাই চিনে সুড়ঙ্গ তৈরি করছে লালফৌজ! নয়া ছবি ঘিরে চাঞ্চল্য]

এই বিষয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ইসরোর ভুয়ো নিয়োগপত্র তৈরি করেন মিতুল। এর পরেই মিতুলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ দায়ের করে পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মিতুলকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, বুধবার চন্দ্রযানের সাফল্যের পর মিতুল একাধিক স্থানীয় সংবাদমাধ্যমে নিজেকে ইসরোর বিজ্ঞানী হিসাবে পরিচয় দেন। ঘটা করে সাক্ষাৎকারও দেন।

[আরও পড়ুন: ‘আগেই বলেছি, লাদাখ নিয়ে মিথ্যে বলছেন মোদি’, চিনা ম্যাপ বিতর্কে তোপ রাহুলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement